shono
Advertisement

শুধু দেশের নয়, বিশ্বের বৃহত্তম দুর্নীতি নির্বাচনী বন্ড, বলছেন নির্মলা সীতারমণের স্বামী

নির্বাচনী বন্ডের জন্য লোকসভা ভোটে মূল্য চোকাতে হবে বিজেপিকে, দাবি অর্থমন্ত্রীর স্বামীর।
Posted: 08:10 PM Mar 27, 2024Updated: 08:10 PM Mar 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে ফের মোদি সরকারকে অস্বস্তিতে ফেললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) অর্থনীতিবিদ স্বামী পরকলা প্রভাকর (Parakala Prabhakar)। এবার তিনি দাবি করলেন, নির্বাচনী বন্ড বিশ্বের বৃহত্তম দুর্নীতি। সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে নির্বাচনী বন্ড ‘দুর্নীতি’ নিয়ে কথা বলেন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনী বন্ডের জন্য লোকসভা ভোটে মূল্য চোকাতে হবে বিজেপিকে (BJP)।

Advertisement

লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের ধমক খেয়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে দেখা গিয়েছে, বন্ডের সিংহভাগ সুবিধা পেয়েছে শাসক দল। নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির তহবিলে জমা পড়েছে ৬৯৮৬.৫ কোটি টাকা। এই বিষয়ে প্রভাকর বলেন, নির্বাচনী বন্ড ইস্যু আরও বড় বাঁক নিতে চলেছে। এর পর মন্তব্য করেন, ‘দেশের প্রতিটি মানুষ বুঝতে পারছেন, এটা শুধু ভারতের নয়, দুনিয়ার বৃহত্তম কেলেঙ্কারি। ‘ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর দাবি, এর জন্য ভোটে মূল্য চোকাতে হবে শাসক দলকে।

 

[আরও পড়ুন: রানওয়েতেই দুই বিমানে সংঘর্ষ! ভয়ংকর কাণ্ড কলকাতা বিমানবন্দরে]

উল্লেখ্য, সর্বাধিক বন্ড কেনা কোম্পানিগুলির মধ্যে ৪১টির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর। আরও অভিযোগ, আবগারি দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী বন্ডের মাধ্যমে বিজেপিকে ৪২ কোটি চাঁদা দিয়েছেন। এর পরে জামিনে মুক্ত হন তিনি। এমনকী মামলার রাজসাক্ষী বনে গিয়েছেন। তবে বন্ডের সুবিধা পেয়েছে তৃণমূল, কংগ্রেস-সহ রাজনৈতিক দলগুলিও। তৃণমূল আয় করেছে ১৩৯৭ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের আয় ১৩৩৪ কোটি টাকা। চতুর্থ স্থানে ভারত রাষ্ট্র সমিতি ১৩২২ কোটি টাকা।

 

[আরও পড়ুন: কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ! কং নেত্রী সুপ্রিয়াকে শোকজ নির্বাচন কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement