সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়োজনের কোনও ত্রুটি ছিল না। মহা আড়ম্বরের সঙ্গে শহরে হাসপাতাল খুলেছিল ভুয়ো ডাক্তারের দল। খবর পেয়ে পরদিনই সেই হাসপাতালে তালা ঝোলাল প্রশাসন। সম্প্রতি গুজরাটের সুরাটে এমন ভুয়ো ডাক্তার ও হাসপাতালের তথ্য প্রকাশ্যে আসার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সুরাটের পাণ্ডেসরাতে উদ্বোধন করা হয় জনসেবা নামে এক মাল্টিস্পেশালিটি হাসপাতালের। বিরাট জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠানও করা হয় উদ্বোধন উপলক্ষে। এমনকি প্রধান অতিথি হিসেবে নাম দেওয়া হয় রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের। যদিও বাস্তবে তাঁদের আমন্ত্রণই জানানো হয়নি। এমনকি হাসপাতালের ৫ জন সহ-প্রতিষ্ঠাতার মধ্যে দুজনের শংসাপত্র ছিল ভুয়ো। বাকি ৩ জনের শংসাপত্র নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক বিজয় সিং গুরজার জানান, ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিআর শুক্লা নামে এক 'ডাক্তার'। তাঁর আয়ুর্বেদ শিক্ষার শংসাপত্র নিয়ে সন্দেহ একাধিকবার প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। হাসপাতালের সহ-প্রতিস্থাতা আরকে দুবের আবার রয়েছে ইলেক্ট্রো হোমিওপ্যাথি ডিগ্রি। এর বিরুদ্ধেও রয়েছে মামলা। জিপি মিশ্র-সহ আরও দুই ডাক্তারের ডিগ্রিও নজরে রয়েছে পুলিশের।
এছাড়া পুলিশের তরফে জানা গিয়েছে, এই হাসপাতাল উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি তালিকায় নাম রাখা হয়েছিল সুরাট পুরসভার কমিশনার শালিনী আগরওয়াল, পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট, জয়েন্ট পুলিশ কমিশনার রাঘবেন্দ্র বৎস-সহ একাধিক শীর্ষ আধিকারিকের। যদিও বাস্তবে তাঁদের আমন্ত্রণ জানানোই হয়নি। বিষয়টি নজরে আসতেই তদন্তে নেমে ওই হাসপাতালে তালা লাগিয়ে দেওয়া হয়।