বুদ্ধদেব সেনগুপ্ত: কথামতোই নিজের দল ঘোষণা করলেন কংগ্রেসের (Congress) প্রাক্তন নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। তাঁর নামের সঙ্গে মিল রেখে দলের নাম রাখলেন ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’ (Democratic Azad Party)। সোমবার দলের নীল-সাদা-হলুদ রঙের পতাকাও উন্মোচন করেন নেতা। উল্লেখ্য, মাস খানেক আগে কংগ্রেস ত্যাগ করেন জম্মু ও কাশ্মীরের (Congress) এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই সময় পুরনো দলের শীর্ষ নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন।
সাংবাদিক বৈঠক করে নিজের দল ঘোষণার সময় আজাদ বলেন, “আমাদের স্বাধীন চিন্তা ও আদর্শ থাকবে। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে গঠিত হবে।” এরপর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আজাদ। বলেন, “এখন আমাদের প্রথম লক্ষ্য রাজনৈতিক দলটিকে নথিভুক্ত করা। যে কোনও দিন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে। আমাদের রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
[আরও পড়ুন: ফের টাকার দামে রেকর্ড পতন, ধস নামল শেয়ার বাজারেও]
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট কংগ্রেস ছাড়েন গুলাম নবি আজাদ। দল ছাড়ার বিষয়ে ৭৩ বছরের নেতার বক্তব্য ছিল, কংগ্রেসকে ধ্বংস করা হয়েছে। এর জন্য কার্যত রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দায়ী করেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) লেখা পদত্যাগপত্রে আজাদ অভিযোগ করেন, রাহুল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গত নয় বছরে যেভাবে দল চালিয়েছে, কংগ্রেসকে আজ তার মন্দ ফল দেখতে হচ্ছে ।