সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে বীভৎস অত্যাচার! ধর্ষণ করতে না পেরে তার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
পুলিশ সূত্রে খবর, নাবালিকার বাবা-মা দু’জনেই কৃষক। এদিন বিকেলে তারা খেতে কাজ করছিলেন। অন্যদিকে, নাবালিকাটি খতের বাইরে একা খেলছিল। অভিযোগ, সেই সময়ে এক যুবক তাকে অপহরণ করে নিয়ে যান। নির্জন স্থানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করেন। কিন্তু নির্যাতিতার চিৎকারে তিনি ভয় পেয়ে যান। ধর্ষণ করতে না পেরে নাবালিকার যৌনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারায় নাবালিকা। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। মেয়ের খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা-মা। অবশেষে খেত থেকে কিছুটা দূরে গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেন তাঁরা। তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
রাজকোট গ্রামীণ পুলিশের সুপার বিজয়সিংহ গুর্জার বলেন, "অভিযোগ পাওয়ার পরই আমরা যুবকের খোঁজে তল্লাশি শুরু করি। নামানো হয় পুলিশের দশটি দল। চিরুনি তল্লাশির পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।"
