shono
Advertisement
Tamil Nadu Elections

নজরে দাক্ষিণাত্য, স্ট্যালিনকে রুখতে জয়ললিতার অনুগামীদের নিয়ে মহাজোটের চেষ্টায় বিজেপি

দক্ষিণের দুর্গে আঘাত হানতে মরিয়া গেরুয়া শিবির।
Published By: Subhajit MandalPosted: 10:00 AM Dec 10, 2025Updated: 10:00 AM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ফাঁকা মাঠে গোল নয়। এবার তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনকে রুখতে প্রধান বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে মহাজোট গড়ার চেষ্টা শুরু করল বিজেপি। জয়ললিতার মৃত্যুর পর যে এআইএডিএমকের নেতারা নিজেদের মধ্যে বিবাদের জেরে বিক্ষিপ্ত হয়ে আলাদা আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন, তাঁদের সকলকে একত্রিত করে বৃহত্তর মহাজোট গড়তে চাইছে গেরুয়া শিবির। উদ্দেশ্য, প্রথাগত এআইএডিএমকে ভোটের ভাগ বাটোয়ারা রুখে দেওয়া। তাতে অবশ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এনডিএরই বর্তমান নেতৃত্ব।

Advertisement

ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ। তামিলনাড়ুর রাজনীতিতে এরা সকলেই পরিচিত নাম। জয়ললিতা জীবিত থাকাকালীন এরা প্রত্যেকেই এআইএডিএমকের হয়ে কাজ করতেন। জয়ললিতার মৃত্যুর পর নিজেদের মধ্যে বিবাদে এঁরা আলাদা হয়ে যান। আলাদা আলাদা রাজনৈতিক সংগঠনের ব্যানারে লড়াই করেন। যার ফলে সুবিধা পেয়ে যায় ডিএমকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটার পুনরাবৃত্তি রুখতে মরিয়া বিজেপি। সেকারণেই এই সব প্রথম সারির নেতাকে একত্রিত করার চেষ্টা করছে গেরুয়া শিবির।

ও পনিরসেলভম, ই পালানিস্বামী এবং টিটিভি দিনাকরণের মধ্যেকার শৈত্য কাটাতে উদ্যোগী গেরুয়া শিবির। সূত্রের খবর, বিজেপি নেতারা চাইছেন এআইএডিএমকের পাশাপাশি দিনাকরণের এএমএমকে এনডিএ জোটে শামিল করতে। তাতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পালানিস্বামী এবং দিনাকরণের ‘শত্রুতা’। সেটা মেটাতে দুই শিবিরের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি। এখানেই শেষ নয়, ও পনিরসেলভমকেও এনডিএর ছাতার তলায় আনতে চান বিজেপি নেতারা। পনিরসেলভমের দল ২০২৪ লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোটেই লড়েছিল। পরে আলাদা হয়ে যায়। বিধানসভার আগে এআইএডিএমকের সঙ্গে ফের জোট ঘোষণা করেছে গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, ওই জোটে পনিরসেলভমকেও চাইছে বিজেপি।

তবে এ সবকিছুতেই সমস্যা এআইএডিএমকের বর্তমান নেতৃত্ব। দলের সাধারণ সম্পাদক পালানিস্বামী কিছুতেই দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে জমি ছাড়তে নারাজ। আবার বিজেপিও হাল ছাড়ছে না। গেরুয়া শিবির বিভিন্ন রকমভাবে সব দলকে একজোট করার চেষ্টা করছে। গেরুয়া শিবিরের ভোট ম্যানেজাররা বলছেন, উদ্দেশ্য হল ডিএমকে বিরোধী সব ভোটকে একত্রিত করা। সেটা করতে পারলে স্ট্যালিনকে বেগ দেওয়া যাবে। আসলে গোটা উত্তর ভারত দখল করে ফেললেও দক্ষিণ ভারতে গিয়ে বিজেপির তরী আটকে গিয়েছে। এবার সেখানে থাবা বসাতে রাজনৈতিকভাবে সব ধরনের চেষ্টা করতে প্রস্তুত গেরুয়া শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনকে রুখতে প্রধান বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় এনে মহাজোট গড়ার চেষ্টা শুরু করল বিজেপি।
  • জয়ললিতার মৃত্যুর পর যে এআইএডিএমকের নেতারা নিজেদের মধ্যে বিবাদের জেরে বিক্ষিপ্ত হয়ে আলাদা আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন, তাঁদের সকলকে একত্রিত করে বৃহত্তর মহাজোট গড়তে চাইছে গেরুয়া শিবির।
  • প্রথাগত এআইএডিএমকে ভোটের ভাগ বাটোয়ারা রুখে দেওয়া। তাতে অবশ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এনডিএরই বর্তমান নেতৃত্ব।
Advertisement