shono
Advertisement
Maha Kumbh

হগওয়ার্টস ছেড়ে মহাকুম্ভে হাজির হ্যারি পটার! ব্যাপারটা কী?

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে বিস্মিত নেটিজেনরা।
Published By: Hemant MaithilPosted: 04:41 PM Jan 31, 2025Updated: 04:53 PM Jan 31, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মাগলদের পৃথিবীতে হাজির এক উইজার্ড। গোটা বিশ্ব তাঁকে একডাকে চেনে। তিনি হ্যারি পটার। কিন্তু তিনি কুম্ভমেলায় কী করছেন? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে বিস্মিত নেটিজেনরা। আসলে পর্দার হ্যারি পটার অর্থাৎ ড্যানিয়েল র‍্যাডক্লিফ বলে ভ্রম হলেও ওই ব্যক্তি অবশ্যই তিনি নন। কিন্তু চেহারার সাদৃশ্যের কারণেই ইটালির বাসিন্দা নিকোলো ব্রুগনারাকে অনেকেই হ্যারি ভেবে বসেছেন। তাঁকে করে তুলেছেন ভাইরাল!

Advertisement

কিন্তু কে এই নিকোলো ব্রুগনারা? আসলে এবারের মহাকুম্ভে যোগ দিতে গোটা বিশ্ব থেকে মানুষ আসছেন। সনাতন ভারত ও আধ্যাত্মিকতায় মজেছে ইউরোপ থেকে আমেরিকা। সেই দলেরই একজন নিকোলো। তবে তিনি কেবলই কুম্ভমেলায় যোগ দিতে আসেননি। ইটালির এক নিউজ এজেন্সির ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন। মহাকুম্ভ নিয়ে তৈরি হতে থাকা এক তথ্যচিত্রেরও অংশ তিনি। তবে চেহারার মিল দেখে তাঁকে হ্যারি পটার বলে ভেবেছেন বহু সাধারণ মানুষ। তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। রিল বানিয়েছেন।

যদিও নিকোলো নিজে তা নিয়ে খুব একটা খুশি নন। তিনি জানাচ্ছেন, ড্যানিয়েলের থেকে তাঁর 'গ্ল্যামার' বেশি। কেন তাঁকে ওই অভিনেতার সঙ্গে তুলনা করা হচ্ছে তা তিনি ভেবে পাচ্ছেন না। ভাণ্ডারায় খাবার খাওয়ার সময় তাঁর ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে দেন এক নেটিজেন। তারপরই কার্যত ভাইরাল হয়ে যায় তাঁর ছবি ও ভিডিও। ড্যানিয়েলের সঙ্গে তুলনায় খুশি না হলেও সাধারণ মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ, জানাচ্ছেন নিকোলো।

এদিকে নিকোলো নিজে মুগ্ধ মহাকুম্ভে শামিল হয়ে। পাশাপাশি যোগ ও যোগী সরকারের প্রেমেও মজতে দেখা গিয়েছে তাঁকে। উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার যেভাবে মহাকুম্ভ আয়োজন করেছেন তার প্রশংসা করার পাশাপাশি নিজেকে একজন যোগ অনুশীলনকারী হিসেবেও জানাচ্ছেন তিনি। এদিকে তাঁর বিশ্বাস যোগী আদিত্যনাথের ক্ষমতা রয়েছে বাকিদের সাধ্যাতীত যা কিছু, তা অনায়াসে করে ফেলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাগলদের পৃথিবীতে হাজির এক উইজার্ড। গোটা বিশ্ব তাঁকে একডাকে চেনে। তিনি হ্যারি পটার।
  • কিন্তু তিনি কুম্ভমেলায় কী করছেন? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেখে বিস্মিত নেটিজেনরা।
  • আসলে পর্দার হ্যারি পটার অর্থাৎ ড্যানিয়েল র‍্যাডক্লিফ বলে ভ্রম হলেও ওই ব্যক্তি অবশ্যই তিনি নন।
Advertisement