সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক কারবারিদের বিরুদ্ধে বড় অভিযান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। ট্রাক্টর চালিয়ে ধ্বংস করা হল ১৭০ বিঘা জমির আফিম বাগান। যার বাজারমূল্য অন্তত ২৭.২০ কোটি টাকা। একইসঙ্গে অপরাধীদের 'লোকাল পাবলো স্কোবার' আখ্যা দিয়ে মাদক কারবারিদের সতর্ক করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, 'উড়তা অসম পার্টির চেষ্টা ভেস্তে দিলাম'। মাদক কারবারের উপর নির্মিত জনপ্রিয় বলিউড সিনেমা 'উড়তা পাঞ্জাব'-এর প্রসঙ্গ টেনেই এই বার্তা হিমন্তের।

অসমের গোয়ালপাড়া এলাকায় ব্যাপক পরিমাণে মাদক চাষ হচ্ছে এই খবর পেয়ে সম্প্রতি অভিযান চালায় পুলিশ। অভিযোগ, নদীর ধারে বিরাট এলাকা জুড়ে চলছিল এই আফিম চাষ। যা দিয়ে তৈরি করা হয় আন্তর্জাতিক বাজারে বিরাট চাহিদা সম্পন্ন মাদক হেরোইন। রীতিমতো ট্রাক্টর চালিয়ে পুলিশের তরফে নষ্ট করে দেওয়া হয় সমস্ত গাছ। এর পরই রবিবার সোশাল মিডিয়ায় এই বিষয়ে বার্তা দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'এলাকার পাবলো স্কোবারের দল অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমাদের উড়তা অসম পার্টি তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কারণ গোয়ালপাড়ায় ১৭০ বিঘা আফিমের বাগান জানুয়ারি মাসে ধ্বংস করেছে পুলিশ। যার বাজারমূল্য ছিল ২৭.২০ কোটি টাকা।'
একইসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে দেখা যাচ্ছে, বিরাট আফিমের বাগানে ফুল ফুটে রয়েছে। পুলিশের উপস্থিতিতে ট্রাক্টর চালিয়ে তা ধ্বংস করা হচ্ছে। কিছু গাছ আবার কাটছেন সরকারি কর্মীরা। ভিডিওর সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এরপর যদি কখনও মাদকের কথা মাথায় আসে তবে তার আগে অসম পুলিশের কথা আপনারা মনে করবেন।'
উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্ব মাদক কারবারের জনক হিসেবে ধরা হয় কলোম্বিয়ার পাবলো স্কোবারকে। নিজের দেশ তো বটেই আমেরিকা-সহ গোটা বিশ্বের ঘুম ছুটিয়েছিল এই অপরাধী। শয়ে শয়ে নরহত্যার পাশাপাশি অপরাধ জগতে আজও আতঙ্কের অপর নাম এই পাবলো স্কোবার। পরে মার্কিন গোয়েন্দাদের কলোম্বিয়াতেই মৃত্যু হয় তাঁর। সেই প্রসঙ্গেই রাজ্যের মাদক পাচারকারীদের 'লোকাল পাবলো স্কোবার' বলে কটাক্ষ করলেন হিমন্ত।