shono
Advertisement
Supreme Court

নবজাতক পাচার হলেই লাইসেন্স বাতিল হাসপাতালের, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

হাই কোর্ট ও যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।
Published By: Biswadip DeyPosted: 12:57 PM Apr 15, 2025Updated: 12:57 PM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারে বারে নবজাতক পাচারের অভিযোগ উঠেছে যোগীরাজ্যে। এই ইস্যুতে মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জারি করেছে কড়া নির্দেশিকা। যেখানে স্পষ্ট বলা হয়েছে, কোনও নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই সেই হাসপাতালের লাইসেন্স যেন বাতিল করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

এদিন বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি ৬ মাসের মধ্যেই করার জন্য। শীর্ষ আদালত জানিয়েছে, ''গোটা দেশের সমস্ত হাই কোর্টকে নির্দেশ দেওয়া হচ্ছে চলতে থাকা নবজাতক পাচারের মামলাগুলির অবস্থার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। ৬ মাসের মধ্যে বিচার সম্পূর্ণ করতে হবে। এবং প্রতিদিন বিচার প্রক্রিয়া চালাতে হবে।''

উত্তরপ্রদেশের এক নিঃসন্তান দম্পতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে পাচার হওয়া এক শিশু 'কেনার' অভিযোগ উঠেছে। অভিযুক্তদের আগাম জামিন দিয়েছে এলাহাবাদ হাই কোর্টে। এবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে কড়া নির্দেশিকা দিল শীর্ষ আদালত। অভিযুক্তদের জামিনের আরজিও খারিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই এলাহাবাদ হাই কোর্ট ও যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে বিচারপতিদের বেঞ্চ।

এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ''অভিযুক্তরা বহুদিন ধরেই পুত্রসন্তান চাইছিলেন। এবং তাঁরা ৪ লক্ষ টাকার বিনিময়ে শিশুপুত্রকেও 'ক্রয়' করেছিলেন। আপনারা পাচার হওয়া সন্তানকে নিজেদের কাছে রাখতে পারেন না। ওই ব্যক্তি কিন্তু জানতেন শিশুটি পাচার হওয়া শিশু। অভিযুক্তরা সমাজের জন্য বড় বিপদ। হাই কোর্টের উচিত ছিল জামিন দেওয়ার সময় সপ্তাহে একবার থানায় হাজিরা দেওয়ার কথা বলা। পুলিশ এখন অভিযুক্তদের খোঁজ পাচ্ছে না।'' এরপরই যোগী সরকারকে কাঠগড়ায় তুলে সুপ্রিম ভর্ৎসনা, ''আমরা অত্যন্ত অসন্তুষ্ট। কেন কোনও আপিল করা হল না? বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখাই হয়নি।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বারে বারে নবজাতক পাচারের অভিযোগ উঠেছে যোগীরাজ্যে।
  • এই ইস্যুতে মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।
  • সেই সঙ্গে জারি করেছে কড়া নির্দেশিকা। বলা হয়েছে, নবজাতক পাচারের ঘটনা সামনে এলেই সেই হাসপাতালের লাইসেন্স যেন বাতিল করে দেওয়া হয়।
Advertisement