shono
Advertisement
North Kolkata

মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন! আতঙ্কে ঝাঁপ দিয়ে আহত ২, চলছে উদ্ধারকার্য

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
Published By: Subhankar PatraPosted: 09:02 PM Apr 29, 2025Updated: 09:57 PM Apr 29, 2025

নিরুফা খাতুন: শহরে ফের অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুন উত্তর কলকাতার মেছুয়া বাজারে। জ্বলছে ফল বাজার এলাকা। একটি হোটেলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন আতঙ্কে হোটল থেকে বেরতে গিয়ে আহত হয়েছেন ২ জন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৮টা নাগাদ জোড়াসাঁকোর মদনমোহন বর্মন স্ট্রিটের ৬ নম্বর লেনের একটি ৬ তলা হোটেলে আগুন লাগে। লেলিহান শিখা দ্রুত অন্য অংশে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের গ্রাসে চলে যায় হোটেলটি। স্থানীয়রা প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পাশাপাশি আটকে থাকা সকলকে উদ্ধারের চেষ্টা চলাচ্ছেন কর্মীরা। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হোটলে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা। গ্রিল কেটে আটকে থাকা আবাসিকদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ল্যাডারের সাহায্যে আটকে থাকা আবাসিকদের উদ্ধার কাজ চলছে। এলাকায় রয়েছে ফল বাজার। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যদি অন্যত্র ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে এলাকা খালি করার জন্য মাইকিং শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরে ফের অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুন উত্তর কলকাতার মেছুয়া বাজারে। জ্বলছে ফল বাজার এলাকা। একটি হোটেলে আগুন লাগে।
  • ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।
  • আগুন আতঙ্কে হোটল থেকে বেরতে গিয়ে আহত হয়েছেন ২ জন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Advertisement