shono
Advertisement

Breaking News

জঙ্গিহানার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিস্ফোরণ রাজৌরিতে, শহিদ সেনা আধিকারিক

আহত এক জওয়ান। The post জঙ্গিহানার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিস্ফোরণ রাজৌরিতে, শহিদ সেনা আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:19 PM Feb 16, 2019Updated: 08:13 PM Feb 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামার জঙ্গি হানার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি। ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক। আহতও হন এক জওয়ান।

Advertisement

জানা গিয়েছে, শহিদ মেজর ইঞ্জিনিয়ারিং কর্পসের আধিকারিক ছিলেন। শনিবার বিকেলে ৩ টে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের লাইন অব কন্ট্রোলে টহল দিচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী। ঠিক সেই সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, সীমান্তরেখার দেড় কিলোমিটার ভিতর একটি জায়গার টহলদারির সময়, এক জওয়ান দেখেন, সেখানকার মাটি সদ্য খোঁড়া হয়েছে। তল্লাশি করতে গিয়েই মাটির নিচে থাকা আইইডি বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনা আধিকারিকের। গুরুতর আহত হন আরেক সেনা জওয়ান।

[স্থানীয় জেহাদিদের বাড়বাড়ন্তেই রক্তাক্ত উপত্যকা, বলছে পুলিশের পরিসংখ্যান]

সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাদের টার্গেট করতে লাইন অব কন্ট্রোল বরাবর এমন আইইডি বোমা পুঁতে রাখে জঙ্গিরা। বিষয়টি নতুন নয়। এভাবেই ভারতীয় সেনার উপর সহজ হামলার ছক কষে তারা। আর তাতেই প্রাণ গেল সেনা আধিকারিকের। পুলওয়ামায় সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর এমন বিস্ফোরণের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সেনা।

[সন্ত্রাস রুখতে একসুরে কথা বলবে দেশ, সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকে]

The post জঙ্গিহানার ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিস্ফোরণ রাজৌরিতে, শহিদ সেনা আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement