shono
Advertisement

প্রাক্তন নৌসেনা কর্মীদের ফাঁসি রুখতে তৎপরতা, কাতার প্রশাসনকে আবেদন বিদেশ মন্ত্রকের

সম্প্রতি প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা কর্মীকে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত।
Posted: 08:19 PM Nov 09, 2023Updated: 08:19 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা কর্মীকে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত। এহেন বেনজির ঘটনা রুখতে অত্যন্ত তৎপর কেন্দ্র। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) তরফে আবেদন করা হয়েছে কাতার প্রশাসনের কাছে।

Advertisement

ঠিক কী অভিযোগ ওই কর্মীদের বিরুদ্ধে? গত বছরের আগস্টে গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলন করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, মামলার বিস্তারিত বিবরণ এখনও পাওয়া যায়নি। তাঁর কথায়, ”বিচার প্রক্রিয়া গোপনে চলছে। কেবল আইনি দলের সঙ্গেই তা ভাগ করে নেওয়া হচ্ছে। আমরা এবার আইনি পদক্ষেপ নিতে শুরু করেছি।” তিনি জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই ভারত সরকার কাতার (Qatar) প্রশাসনের কাছে ওই নৌকর্মীদের মৃত্যুদণ্ডের সাজা রুখতে আবেদন করেছেন।

[আরও পড়ুন: যুদ্ধের বাজারেও স্বস্তি, ধনতেরাসের আগে সামান্য কমল সোনার দাম]

পাশাপাশি অরিন্দম আরও জানিয়েছেন, ধৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর তাঁদের সঙ্গে দেখাও করেছেন। সব মিলিয়ে কেন্দ্র ওই প্রাক্তন নৌকর্মীদের মৃত্যুদণ্ড রুখতে সম্ভাব্য সব রকম দিক খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, ওই নৌসেনাকর্মীদের সাজার কথা জানতে পেরে প্রথমেই একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। তখনই জানানো হয়, তাঁদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে কেন্দ্র।

[আরও পড়ুন: দেউলিয়া বিধি ‘স্বেচ্ছাচারী’ নয়, তবে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে: সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement