shono
Advertisement
IndiGo Chaos

ইন্ডিগোর উড়ান বাতিলের জের! কলকাতা থেকে বেঙ্গালুরুর বিমানভাড়া ১ লক্ষ, মাথায় হাত যাত্রীদের

কার্যত ধসে পড়েছে ইন্ডিগোর পরিষেবা।
Published By: Subhodeep MullickPosted: 09:10 AM Dec 05, 2025Updated: 01:13 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে। বৃহস্পতিবার কার্যত ধসে পড়ে ওই সংস্থার পরিষেবা। দেশজুড়ে ৫০০-রও বেশি উড়ান বাতিল হওয়ায় ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির একশেষ। কেবল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ মিলিয়েই বাতিল হয়েছে অন্তত ১৯১টি বিমান। পাশাপাশি, এ ছাড়া কলকাতা বিমানবন্দর থেকে ২৪টি ইন্ডিগো বিমান দেরিতে ছেড়েছে। যার মধ্যে রয়েছে দু'টি আন্তর্জাতিক বিমান। এদিকে, ইন্ডিগোর পরিষেবার এই গণ্ডগোলের জেরে কয়েকগুণ বেড়ে গিয়েছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য।

Advertisement

ইকোনমি ক্লাসে কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সাধারণত খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। কিন্তু ইন্ডিগোর সমস্যার জেরে অন্যান্য বিমানসংস্থার সেই ভাড়া এখন পৌঁছছে ২১ হাজার থেকে ১ লক্ষ টাকায়। একইরকম ভাবে ইকোনমি ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা। কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে ২৫ হাজার থেকে ৮৪ হাজার টাকায়। অন্যদিকে, কলকাতা থেকে মুম্বই যেতে সাধারাণত খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে ২৫ থেকে ৪৮ হাজার টাকায়। বিমান সংস্থাগুলির এই ভাড়া দেখার পর মাথায় হাত পড়েছে আমজনতার।

চলতি বিশৃঙ্খলার মধ্যেই অ্যাভিয়েশন নজরদারি সংস্থা ডিজিসিএ বৃহস্পতিবার দুপুরে ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। সংস্থার নভেম্বর মাসের কর্মক্ষমতা হঠাৎ কমে যাওয়ায় নজরদারিও শুরু করেছে তারা। ইন্ডিগো অবশ্য দাবি করেছে, তারা কোনও তদন্তের খবর জানে না, কেবলমাত্র নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এদিকে, ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস সরাসরি ইন্ডিগোর উপর অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ করে রেখেছে ইন্ডিগো। 'অস্বাভাবিকভাবে কম' কর্মী। তাছাড়া পাইলটদের বেতন স্থগিত রেখেছে সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে।
  • দেশজুড়ে ৫০০-রও বেশি উড়ান বাতিল হওয়ায় ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে।
  • ইন্ডিগোর পরিষেবার এই গণ্ডগোলের জেরে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য ইতিমধ্যেই বেড়েছে।
Advertisement