shono
Advertisement
IndiGo

বুধেও বাতিল ইন্ডিগোর একাধিক বিমান, ‘প্রয়োজনে সিইও-কে বরখাস্ত করব’, হুঁশিয়ারি মন্ত্রীর

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 10:58 AM Dec 10, 2025Updated: 11:01 AM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ পরও জারি অচলাবস্থা। বুধবারও বাতিল করা হয়েছে ইন্ডিগোর একাধিক বিমান। যদিও বিমানসংস্থার দাবি, ৯৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক। কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উলটো। টানা সাতদিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার যাত্রীরা। অন্যদিকে, ইন্ডিগোর বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিমানসংস্থার সিইও পিটার এলবার্সকে তিনি বরখাস্ত করবেন।

Advertisement

জানা গিয়েছে, বুধবার আগরতলা থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর পাঁচটি বিমান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিমান বাতিল করেছে সংস্থাটি। ইন্ডিগোর এক বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়ে বিমানমন্ত্রী। পাশাপাশি, যথাযথ পদক্ষেপ করাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে। প্রয়োজনে বিমানসংস্থার সিইও-কেও বরখাস্ত করতে পিছপা হব না। গত সাত দিন ধরে, আমি ঠিক মতো ঘুমাতে পারিনি।একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমাপ্রার্থী।”

বলে রাখা ভালো, মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশের বৃহত্তম বিমানসংস্থার পরিষেবা ১০ শতাংশ ছাঁটা হয়েছে। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা ২২০০টি। ১০ শতাংশ উড়ান কমা মানে দিন প্রতি ২০০টি উড়ান বাদ গেল। এছাড়াও বিমানসংস্থার সিইও-কেও এদিন নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে বলে সুত্রের খবর। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবারও বাতিল করা হয়েছে ইন্ডিগোর একাধিক বিমান।
  • টানা সাতদিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার যাত্রীরা।
  • ইন্ডিগোর বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু।
Advertisement