যোগী আদিত্যনাথের রাজ্যে কেউ নিজের ইচ্ছাতে বিয়ে করতে পারবেন না! আর তাই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এবার হিন্দুত্ববাদী সংগঠনের আপত্তিতে বন্ধ হয়ে গেল নববিবাহিত দম্পতির রিসেপশনের অনুষ্ঠান। তুমুল বিক্ষোভ আর গেরুয়াবাহিনীর শাসানিতে শেষ পর্যন্ত বাতিল করতে হয় 'ওয়ালিমা' (বিবাহ সংবর্ধনা)। নবদম্পতির 'অপরাধ', তাঁরা ভিনধর্মে বিয়ে করেছিলেন। আর সেই সম্পর্কে পরিবার-পরিজন ও পরস্পরের সম্মতি থাকলেও আপত্তি ওই হিন্দুত্ববাদী কর্মীদের। তা নিয়েই বিক্ষোভের সূত্রপাত। কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী অভিযুক্তরা 'লাভ জেহাদের' তকমা দিয়েছে বলেও অভিযোগ।
পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে শাহজাহানপুর শহরের জিয়া খেলা এলাকার বাসিন্দা চিকিৎসক আদনান স্থানীয় একটি পিকনিক লনে 'ওয়ালিমা' অনুষ্ঠানের আয়োজন করছিলেন। দিল্লিতে নীলম নামের এক হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। রেজিস্ট্রি ম্যারেজ হয় তাঁদের। এই অনুষ্ঠানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে হিন্দুত্ববাদী সংগঠনের বহু কর্মী ওই অনুষ্ঠান স্থলে পৌঁছন। শুরু হয় বিক্ষোভ। গেরুয়া বাহিনীর চিৎকার, হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
ঘটনার কথা স্বীকার করেছেন হিন্দু নেতা রাজেশ অবস্থি। বলেছেন, আমরা খবর পেয়েছিলাম যে, আদনান একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। এবং তাঁর পরিবার একটি 'ওয়ালিমা' ভোজের আয়োজন করছে। এতেই উত্তেজিত হয়ে কর্মীরা এই বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই ঘটনায় পুলিশ সুপার রাজেশ দ্বিবেদীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 'ওয়ালিমা' অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর চলছে।
