shono
Advertisement
Manipur

মণিপুরে যৌথ অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র! বড় সাফল্য সেনা ও অসম রাইফেলসের

সমস্ত অস্ত্রশস্ত্র মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 02:11 PM Apr 05, 2025Updated: 02:23 PM Apr 05, 2025

অর্ণব আইচ: গোয়েন্দা সূত্রে খবর ছিল। তারপরই স্পেয়ার কর্পসের নেতৃত্বে সেনা ও অসম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের একাধিক অঞ্চল থেকে উদ্ধার হল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। অভিযানে সহায়তা করেছে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি। জানা গিয়েছে, সবশুদ্ধ ২৪টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, কাংকোপি, পূর্ব ইম্ফল ও বিষ্ণুপুরে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্রশস্ত্র মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত ৩০ মার্চ বিষ্ণুপুরের থাংজিং পাহাড়ে যৌথ অভিযান চালায় মণিপুর পুলিশ এবং সেনা। উদ্ধার হয় ৬টি অস্ত্রশস্ত্র। যার মধ্যে দু'টি অ্যাকশন রাইফেল, একটি পিস্তল, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সঙ্গে প্রচুর গোলাগুলি। পরে ৩১ মার্চও একটি যৌথ অভিযান চালানো হয় চূড়াচাঁদপুরের কাপরাং জেলায়। উদ্ধার হয় ২.৩ কেজির দু'টি বিস্ফোরক, গোলাবারুদ। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে দিয়ে সন্তর্পণে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

১ এপ্রিল পশ্চিম ইম্ফলে সাজিরকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ৭.৬২ মিমি স্বয়ংক্রিয় রাইফেল, একটি সিঙ্গল বোর ব্যারেল রাইফেল ও তিনটি পিস্তল। দিনদুয়েক পরে ৩ এপ্রিল অসম রাইফেলস ও মণিপুর পুলিশ কাংকোপি জেলার এস মংপি রিজে পাঁচটি অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। একই দিনে পূর্ব ইম্ফলে তল্লাশি চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ১২ বোর সিঙ্গল ব্যারেল রাইফেল ও সাতটি মর্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্পেয়ার কর্পসের নেতৃত্বে সেনা ও অসম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের একাধিক অঞ্চল থেকে উদ্ধার হল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।
  • অভিযানে সহায়তা করেছে মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি।
  • জানা গিয়েছে, সবশুদ্ধ ২৪টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
Advertisement