shono
Advertisement
Hair Transplant Death

ফাঁকা মাথায় ঢেউ খেলানো চুলের বাসনা, অস্ত্রোপচারের পরই মৃত্যু যুবকের!

মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির, অসুস্থ দুই।
Published By: Biswadip DeyPosted: 02:28 PM May 20, 2025Updated: 04:00 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় চুল প্রতিস্থাপন (Hair Transplant Death) করানোর পরই মৃত্যু হল এক ব্যক্তির। অস্ত্রোপচারের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করানোর পরদিনই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কানপুরে। বিনীত দুবে নামে পেশায় ইঞ্জিনিয়ার ওই ব্যক্তির পরিবার চিকিৎসক অনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এর আগে একই অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। অসুস্থ হয়ে পড়েন আরও দু'জন।

Advertisement

বিনীতের পরিবারের অভিযোগ, চিকিৎসক অনুষ্কা জানতেন ওই ব্যক্তির হাইপারটেনশন ও মধুমেহর মতো অসুখ রয়েছে। তবুও তিনি এই বিষয়টিকে অবহেলা করেন। ফলশ্রুতি, অস্ত্রোপচারের পরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। যে চিকিৎসক হাসপাতালে তাঁর চিকিৎসা করেছিলেন, তাঁর দাবি, বিনীতের মস্তিষ্কে ফোলাভাব এবং সংক্রমণের চিহ্ন মিলেছিল। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে এক তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে আগাম জামিনের আবেদন করেছেন ড. অনুষ্কা তিওয়ারি।

তদন্তে নেমে কমিটি বহু অসঙ্গতি দেখতে পেয়েছে। যেমন, অস্ত্রোপচারের আগে কোনও প্রয়োজনীয় পরীক্ষা করাননি অভিযুক্ত চিকিৎসক। চিকিৎসার পর বিনীতের মাথায় ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল বলেও দেখা গিয়েছে। এদিকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার আগে বিনীতকে যে স্লিপ দেওয়া হয়েছিল সেখানে এম্পায়ার ক্লিনিক নামে ড. অনুষ্কার ক্লিনিকটির নাম নেই। সেখানে লেখা আছে অন্য নাম। এমনকী ঠিকানাও অন্য। এমনকী, দশটি ওষুধের কথা লেখা থাকলেও তা কোন চিকিৎসক প্রেসক্রাইব করছেন সেই নাম নেই। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাথায় চুল প্রতিস্থাপন করানোর পরই মৃত্যু হল এক ব্যক্তির।
  • অস্ত্রোপচারের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
  • হাসপাতালে ভর্তি করানোর পরদিনই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কানপুরে।
Advertisement