সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক উড়িয়ে ফের দক্ষিণের রাজ্যে ক্ষমতা ধরে রাখবে বিজেপি? না কি কিস্তিমাত দেবে কংগ্রেস? নাকি বাজি মারবে জেডিএস? প্রশ্নের জবাব খুঁজতে আজ অর্থাৎ বুধবার কর্ণাটকের (Karnataka) ২২৪ আসনে শুরু ভোটগ্রহণ। দক্ষিণের রাজ্যে এবার জমজমাট ত্রিমুখী লড়াই।
সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোট প্রক্রিয়া। সকাল ৭টা থেকে বুথে বুথে লম্বা লাইন। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটদান। ইতিমধ্যে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের ভোটদানের আরজি জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের উন্নয়নের কথা ভেবে ভোটদানের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
[আরও পড়ুন: দিঘার ব্যাংকে ঢুকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা বাংলাদেশি যুবকের, পাকড়াও পুলিশ]
সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়নের পক্ষে কর্ণাটকবাসীকে ভোট দেওয়ার ডাক দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যুবনিধি, অন্নভাগ্য, গৃহজ্যোতি, গৃহলক্ষ্মীর মতো ৫টি বিষয় মাথায় রেখে ভোট দেওয়ার আরজি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
গত কয়েক মাস ধরেই কর্ণাটকে ধর্মের নামে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। কখনও হিজাব পরা তো কখনও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিতর্ক বেঁধেছে। এমন পরিস্থিতি সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট দেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। সবমিলিয়ে সকাল থেকে জমজমাট কর্ণাটকের বিধানসভার ভোটগ্রহণ।