বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করছিল কেন্দ্রীয় কোম্পানি বিষয়ক মন্ত্রকের অধীন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে টি বীনার কোম্পানির বিরুদ্ধে চার্জশিট জমা দিল এসএফআইও। সেই সঙ্গে এই তদন্তকারী সংস্থার পাশাপাশি সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। টি বীনার বিরুদ্ধে চার্জশিট জমা পড়তেই বিজয়নের পদত্যাগ দাবি করেছে কেরল কংগ্রেস ও বিজেপি। কিন্তু বিজয়ন সাফ বলছেন, পদত্যাগের প্রশ্ন নেই। যা ফয়সলা হওয়ার আদালতে হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে তাঁর দল সিপিএমও। রাজনৈতিক উদ্দেশে কেন্দ্র তাঁর মেয়েকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ সিপিএমের। যদিও কেরলের বাম সরকারের শরিকরা বিষয়টি ভালোভাবে নেয়নি। পার্টি কেন বীনার পাশে দাঁড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে শরিকরা।
কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে টি বীণার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস। কেন্দ্রীয় সরকারের কোম্পানি বিষয়ক মন্ত্রকের ওই চার্জশিটকে হাতিয়ার করে বীণার বিরুদ্ধে বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই বিজয়নের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি। দুই বিরোধী দল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ময়দানে নামার কথা জানিয়েছে। অন্যদিকে, পাল্টা সরব হয়েছে পিনারাইয়ের দল সিপিএম। শাসকদলের দাবি, পিনারাই কন্যার বিরুদ্ধে তোলা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিপিএমের এই বক্তব্য নিয়ে আমার বাম মহলে আপত্তি উঠেছে। শরিক দল এবং সিপিএমের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর কন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব পার্টি কেন দিচ্ছে? মুখ্যমন্ত্রী বিজয়ন যে মেয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সঙ্গে যুক্ত নন, শুধু সেটুকুই দাবি করতে পারে দল।
আসলে বছর ঘুরতেই কেরলে বিধানসভার ভোট। দলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিয়ে টানা দু’বারের মুখ্যমন্ত্রী পিনারাইকে ফের দলের মুখ করে বিধানসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সিপিএম। এই সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা কাদা ছোঁড়ার চেষ্টা করছে বলে সিপিএম পাল্টা সরব হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের বিরুদ্ধে অভিযোগ আরও আছে। সৌদি আরব থেকে সোনা পাচারের একটি চক্রের সঙ্গে পিনারাইয়ের অফিসের যোগ নিয়ে তদন্ত চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সেই ঘোষণা এবং বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বিবৃতি দিয়েছে মুখ্যমন্ত্রী বিজয়নের অফিস। তারা দাবি করছে, টি বীণার কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে বিজয়ন নিজে বলছেন, "আপনারা আমার শেষ দেখতে চান। কিন্তু আমি সহজে নড়ছি না। আদালতেই আপনাদের সব প্রশ্নের জবাব দেব।"