shono
Advertisement
ICSE

পড়াশোনা ছাড়া গান, আবৃত্তির চর্চা, ISCE-তে দ্বিতীয় লিলুয়ার আরুশের বিশেষ আগ্রহ অঙ্কে

'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে আরুশ জানিয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
Published By: Sucheta SenguptaPosted: 08:57 PM May 02, 2025Updated: 09:18 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষা। তার ফলাফল অবশ্যই ভবিষ্যতের একটা বড় দিকনির্দেশ করে। পড়ুয়াদের লক্ষ্য থাকে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার। আর সেই ফল আশানুরূপ না হলে তা নিয়ে হতাশারও শেষ থাকে না। মাধ্যমিক বা আইসিএসসি-র পর মোটের উপর একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলেন প্রায় সকলেই। যেমন করেছে লিলুয়ার ডন বসকো স্কুলের আরুশ সাহা। আরুশ এবার আইসিএসই পরীক্ষায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থানাধিকারী। পাঁচশোর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৯। আর এহেন মার্কশিট হাতে নিয়ে আরুশ চায়, ম্যাথমেটিক্স ও কম্পিউটিংয়ে গবেষণা করতে। পড়াশোনার পাশাপাশি সে গান গায়, আবৃত্তি করে। এখনও পড়াশোনার ফাঁকে এসবের চর্চা চালিয়ে যেতে চায় আরুশ।

Advertisement

লিলুয়ার ডন বসকোর ছাত্র আরুশ বরাবর স্কুলের প্রথম সারির ছাত্র। পড়াশোনায় তো বটেই, সংস্কৃতি চর্চায়ও সে স্কুলের অন্যদের চেয়ে এগিয়ে। এই বয়সেই একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে একেবারে ফার্স্ট প্রাইজ! আরুশের প্রশংসার অন্ত নেই। তার উপর এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হল একটি মুকুট। ICSE পরীক্ষায় সর্বভারতীয় স্তরে একেবারে দ্বিতীয়। 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে আরুশ জানিয়েছে, ইংরাজি ছাড়া সব বিষয়েই সে ১০০-র মধ্যে ১০০ পেয়েছে। ফলে মোট নম্বর ৪৯৯। কীভাবে এত ভালো প্রস্তুতি নিয়েছে সে? আরুশ জানাল, কোনও আলাদা পরিশ্রমই করতে হয়নি। কারণ, স্কুল এত সুন্দর করে গাইড করেছে, পরীক্ষার পর পরীক্ষা নিয়েছে, তাতেই এই সাফল্য। তবে জানুয়ারি মাস থেকে অন্যান্য স্কুলের প্রশ্ন নিয়ে চর্চা করেছিল। তাতে প্রস্তুতি আরও ভালো হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা কী? এবিষয়ে আরুশের লক্ষ্য একেবারে সুস্পষ্ট ও নির্দিষ্ট। আপাতত একাদশ-দ্বাদশরের পর আইআইটি-তে বি টেক পড়তে চায় সে। পছন্দের বিষয়, ম্যাথমেটিক্স ও কম্পিউটিং। কারণ, অঙ্ক তার বিশেষ প্রিয়। উচ্চশিক্ষার পর গবেষণায় আগ্রহী আরুশ। পড়াশোনার বাইরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির চর্চা করে। আর ভালোবাসে কবিতা আবৃত্তি করতে। ছোটবেলা থেকে আবৃত্তি শিখেছে সে। কিন্তু এখন পড়াশোনার চাপে কি এসব চর্চার সময় পাবে? একটু হেসেই আরুশ বলছে, ''হয়ত আগামী দুটো বছর তেমন সময় পাব না। কিন্তু তারপর আবার গান, আবৃত্তি পারফর্ম করতে চাই।'' আরুশের স্বপ্নপূরণে শুভেচ্ছা রইল আমাদেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ISCE-তে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় লিলুয়া ডন বসকোর আরুশ সাহা।
  • পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি চর্চা করে সে।
  • ভবিষ্যতে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং নিয়ে আইআইটিতে পড়তে চায় আরুশ।
Advertisement