সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৫ ফুট উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত কেরলের কংগ্রেস বিধায়ক উমা থমাস। রক্তাক্ত অবস্থায় রবিবার তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সেখানে ভেন্টিলেশনে চিকিৎসাধীন তিনি। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেরল রাজনীতিতে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় কোচিতে জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে এক নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উমা। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক সেই সময় স্টেডিয়ামে প্রবেশ করছিলেন বিধায়ক। ধাক্কাধাক্কির জেরে স্টেডিয়ামের উপর থেকে প্রায় ১৫ ফুট নিচে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। এই দুর্ঘটনায় মাথায় ও কোমরে চোট লেগেছে উমার।
পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় বিধায়ক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাঁকে ভেন্টিলেশন সার্পোটে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, বিধায়কের মাথা, শিরদাঁড়া ও পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ফুসফুসে রক্ত জমাট বেঁধে রয়েছে। আগের তুলনায় তিনি কিছুটা স্থিতিশীল হলেও এখনও সংকটমুক্ত নন। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের তরফে জানা যাচ্ছে, তাঁর মাথা ও ফুসফুসের আঘাত গুরুতর সেটাই সবচেয়ে বেশি চিন্তার। অন্যদিকে, এই দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে কেরল পুলিশ। যে সংস্থার তরফে এই ভরতনট্যমের আয়োজন করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ভিভিআইপি গ্যালারিতে যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল তা যথেষ্ট দুর্বল ছিল ধাক্কাধাক্কির সময় সেই ব্যারিকেড ভেঙেই নিচে পড়ে যান বিধায়ক।
উল্লেখ্য, কেরলের ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন পিটি থমাস। তাঁর মৃত্যুর পর উপ নির্বাচনে উমাকে টিকিট দেয় কংগ্রেস। ২০২২ সালে এই নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন উমা থমাস।