shono
Advertisement
Yogi Adityanath

চলতি মাসে উত্তরপ্রদেশে বানিজ্য মেলা, অর্থনৈতিক উন্নতিতে বিশেষ উদ্যোগ যোগী সরকারের

রইল মেলার বিস্তারিত কর্মসূচি।
Published By: Hemant MaithilPosted: 05:24 PM Sep 12, 2025Updated: 05:24 PM Sep 12, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর সহযোগী দেশ হিসেবে থাকছে রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫শে সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন। একই দিনে, মেলাটি সাধারণ দর্শকদের জন্য বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement

এই মেলা শুধুমাত্র পণ্য ও বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাকেও মেলে ধরবে। এই মেলায় স্টার্টআপ, আইটি, ইন্স্যুরেন্স, আর্থিক ব্যবস্থাপনা, চিকিৎসা, ই-কমার্স এবং দক্ষতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।

২৬ সেপ্টেম্বর, সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০- ড. এ পি জে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি আলোচনা করবেন স্টার্টআপ ইকোসিস্টেম ইকোনমি নিয়ে।
দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত- আইটি ও ইলেক্ট্রনিক্স বিভাগ রাজ্যের আইটি শিল্পের বৃদ্ধি নিয়ে কথা বলবে। বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত- স্বাস্থ্য বিভাগ ভাইরাল হেপাটাইটিস ও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে একটি কর্মশালা পরিচালনা করবে। সন্ধ্যা ৪:৩০ থেকে ৫টা পর্যন্ত- IRDAI এবং Axis Max Life Insurance মানুষের মধ্যে হেলথ ইন্স্যুরেন্সের সচেতনতা নিয়ে আলোচনা করবে।

২৭ সেপ্টেম্বর, সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত- নগর উন্নয়ন মন্ত্রী এ.কে. শর্মা শহুরে উন্নয়ন নিয়ে সেশন পরিচালনা করবেন। দুপুর ১টা থেকে ২টো- চিকিৎসা স্বাস্থ্য বিষয়ক আরও একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত- FIEO ই-কমার্স নিয়ে আলোচনা করবে। বিকেল ৪টে থেকে ৬টা- মুখ্যমন্ত্রী যুব যোজনার অধীনে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 'মৌ' বিনিময় কর্মসূচি চলবে। সন্ধ্যা ৬টা থেকে- খাদি পোশাকের ওপর একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।

২৮ সেপ্টেম্বর, সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত- গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি দক্ষতা উন্নয়নের জন্য শিল্প ও শিক্ষা জগতের ঐক্যদ্ধতা নিয়ে আলোচনা করবে।

২৯ সেপ্টেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপ্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৫শে সেপ্টেম্বর মেলার উদ্বোধন করবেন।
  • মেলাটি সাধারণ দর্শকদের জন্য বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
  • মেলা চলবে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত।
Advertisement