shono
Advertisement
Korean Woman Harassed at Bengaluru

ব্যাগ পরীক্ষার নামে কোরিয়ান তরুণীর শ্লীলতাহানি! তুমুল হট্টগোল বেঙ্গালুরু বিমানবন্দরে, গ্রেপ্তার বিমানকর্মী

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তরুণীর নাম কিম সুং কিউং। কয়েক সপ্তাহ আগে তিনি কোরিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন। গত সোমবার দেশে ফিরে যাওয়ার জন্য বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তার বিমান ছিল।
Published By: Subhodeep MullickPosted: 12:17 PM Jan 22, 2026Updated: 02:26 PM Jan 22, 2026

ব্যাগ এবং টিকিট পরীক্ষার নামে এক কোরিয়ান তরুণীকে শ্লীলতাহানির (Korean Woman Harassed) অভিযোগ উঠল এক বিমানকর্মীর বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তরুণীর নাম কিম সুং কিউং। কয়েক সপ্তাহ আগে তিনি কোরিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন। গত সোমবার দেশে ফিরে যাওয়ার জন্য বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁর বিমান ছিল। অভিযোগ, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি যখন টার্মিনালের দিকে এগোচ্ছিলেন, তখন মহাম্মদ আফফান নামে এক বিমানকর্মী তরুণীর পথ আটকান। কিমের কাছ থেকে বিমানের টিকিট দেখতে চান তিনি। তরুণীর অভিযোগ, ওই বিমানকর্মী দাবি করেন, তরুণীর চেক-ইন ব্যাগে কিছু সমস্যা রয়েছে।সেখান থেকে শব্দ আসছে। এরপরই আফফান তরুণীকে আলাদা করে তল্লাশির জন্য মহিলা শৌচাগারে নিয়ে যান। অভিযোগ, কিম একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও আফফান তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। তরুণী প্রতিরোধ করলে অভিযুক্ত না কি তাঁকে জড়িয়ে ধরেন এবং ধন্যবাদ বলে সেখান থেকে বেরিয়ে যান।

এই ঘটনার পর কিম তড়িঘড়ি বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জানান। সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খতিয়ে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। তরুণীর অভিযোগের ভিত্তিতেই আফফানকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement