সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "মানুষের পায়ে ধরাই তো ওর স্বভাব।" এই ভাষাতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দাগলেন বর্ষীয়ান আর জে ডি নেতা লালু প্রসাদ যাদব। সম্প্রতি চিত্রগুপ্ত পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে প্রবীণ বিজেপি নেতা আর কে সিংয়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন নীতীশ। এই নিয়েই নীতীশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু।
আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে নীতীশ কুমারকে। শেষবার এন ডি এ-তে যোগ দেওয়ার অনুষ্ঠানে মাথা ঝুঁকিয়ে মোদির পায়ে হাত দেওয়ার চেষ্টা করেন নীতীশ। সাদরে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন বিজেপির শীর্ষ নেতা। অন্যদিকে মঙ্গলবার ছট পুজো উপলক্ষে বিধায়ক মেয়ে মিসা ভারতীর সঙ্গে দুলহিন বাজার এলাকায় উলহার সূর্য মন্দির দর্শন করেন আর জে ডি নেতা লালু। সেখানেই নীতীশকে কটাক্ষ করে রাহুল বলেন, মানুষের পায়ে তো ধরাই ওর স্বভাব।
বিহারে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ। কদিন আগে বিষমদে ২০ জনে মৃত্যুর পরে নীতীশ প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগে বিরোধী আর জে ডি। সেবার নীতীশকে আক্রমণ করেন তেজস্বী যাদব। এবার বাবার আক্রমণের মুখে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী।