shono
Advertisement

এবার মুম্বইতে লাইনচ্যুত লোকাল ট্রেন, তীব্র আতঙ্কে যাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্যুত ট্রেন। শুক্রবার সকাল ৯.৫৫ মিনিটে মাহিম জংশনের কাছে লাইনচ্যুত হয় হারবার লাইন ট্রেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওয়েস্টার্ন মেন লাইন (চার্চগেট-ভিরার) কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে, এদিনের দুর্ঘটনার ফলে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি। Mumbai local train derails. Andheri-CSMT Dn Harbor local derailed near Mahim South […] The post এবার মুম্বইতে লাইনচ্যুত লোকাল ট্রেন, তীব্র আতঙ্কে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:28 PM Aug 25, 2017Updated: 05:15 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্যুত ট্রেন। শুক্রবার সকাল ৯.৫৫ মিনিটে মাহিম জংশনের কাছে লাইনচ্যুত হয় হারবার লাইন ট্রেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওয়েস্টার্ন মেন লাইন (চার্চগেট-ভিরার) কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে, এদিনের দুর্ঘটনার ফলে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি।

Advertisement


স্থানীয় সূত্রে খবর, গণেশ চতুর্থীতে এমনিতেই মুম্বইয়ে এখন উৎসবের মেজাজ। এর মধ্যে লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে। রেল সূত্রে জানানো হয়েছে, দ্রুতই বেলাইন হয়ে যাওয়া বগিগুলিকে লাইনে তোলার চেষ্টা চালানো হচ্ছে। মাহিম ইয়ার্ডের কাছে এডিএইচ-সিএসএমটি লোকাল লাইনচ্যুত হওয়ায় ওয়াদালা থেকে আন্ধেরির ট্রাফিক সামান্য বিঘ্নিত হয়।

এমনিতেই উত্তরপ্রদেশে একের পর এক রেল দুর্ঘটনাকে ঘিরে সাধারণ রেলযাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। রেলের নিরাপত্তার দিকে কেন্দ্র আরও নজর দিক, আরজি সাধারণ মানুষের।

[বাজারে ২০০ টাকার নয়া নোট, জেনে নিন এই ১৭টি বৈশিষ্ট্য]

দেখুন টাটকা ভিডিও:

Mumbai local train derailment video @mid_day pic.twitter.com/Z1HJ6XRVmF

— Rajendra B. Aklekar (@rajtoday) August 25, 2017

The post এবার মুম্বইতে লাইনচ্যুত লোকাল ট্রেন, তীব্র আতঙ্কে যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার