shono
Advertisement

পাহাড়ে শক্তিবৃদ্ধি ইন্ডিয়া জোটের, ভূমিপুত্রদের 'অধিকার নিশ্চিত' করতে 'হাত' ধরলেন অজয় এডওয়ার্ড

Published By: Subhajit MandalPosted: 04:52 PM Mar 28, 2024Updated: 05:15 PM Mar 28, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: পাহাড়ের রাজনীতি নয়া চমক। এবার সরাসরি ইন্ডিয়া (INDIA) জোটে যোগ দিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করলেন অজয়। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দিলেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং।

Advertisement

দ্রুত বদলাচ্ছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ! বিশেষ করে বিনয় তামাংয়ের যোগের পর পাহাড়ের রাজনীতিতে যেন প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে কংগ্রেস (Congress)। গত বেশ কয়েকদিন ধরেই অজয় এডওয়ার্ডের (Ajoy Edwards) কংগ্রেসের হাত ধরা নিয়ে জল্পনা ছিল। শোনা যাচ্ছিল, বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে পাহাড়ে নির্দল প্রার্থী হিসাবে লড়তে পারেন অজয়। মঙ্গলবারই বিমল গুরুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেছেন অজয়। তার পরই উড়ে গিয়েছেন দিল্লিতে। বৃহস্পতিবার সরকারিভাবে ইন্ডিয়া জোটে যোগ দিলেন তিনি।

[আরও পড়ুন: BJP সভাপতি হয়েও ছেলেকে টিকিট দিইনি, পরিবারবাদ নিয়ে বিরোধী সপাটে জবাব রাজনাথের]

ইন্ডিয়া জোটের হাত ধরেই অজয় ঘোষণা করেছেন, শুধু দার্জিলিং নয়, সিকিম, অরুণাচল যেখানে যেখানে পাহাড়ের মূলনিবাসী বা ভূমিপুত্ররা রয়েছেন, সব জায়গায় তিনি কাজ করবেন। মূল নিবাসীদের অধিকার নিশ্চিত করাই তাঁর মূল উদ্দেশ্য। পাহাড়ের মূলনিবাসীদের দাবিগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবি, তেমনই রয়েছে গোর্খাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দেওয়া এবং জমির অধিকার নিশ্চিত করার মতো দাবি। প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোটের নেতাদের কাছে কী সেসব আশ্বাস পেয়েছেন অজয়?

[আরও পড়ুন: বন্ধু কেন উত্তর দেখায়নি, পরীক্ষার হল থেকে বেরতেই কোপাল সহপাঠীরা!]

কারণ যাই হোক, অজয়ের যোগদানে পাহাড়ে শক্তি বাড়ল কংগ্রেসের (Congress)। বিনয় তামাং যোগ দেওয়ার পর কংগ্রেসের পক্ষে পাহাড়ে এমনিই হাওয়া তৈরি হয়েছে। দিন কয়েক আগে বিমল গুরুংও কংগ্রেসের প্রশংসা করেছেন। এদিন অজয় এডওয়ার্ড ইন্ডিয়া শিবিরে যোগ দিয়েছেন। সরাসরি কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং। এই মুহূর্তে অনীত থাপা ছাড়া বাকি পাহাড়ের প্রায় সব সংগঠনই কংগ্রেসের ছাতার তলায়। যদিও অজয়ের যোগদানে প্রার্থী নিয়ে সংকট তৈরি হতে চলেছে দলের অন্দরে। কারণ বিনয় তামাং অনেক আগে থেকেই কংগ্রেসের টিকিটে লড়ার জন্য মরিয়া। শোনা যাচ্ছে, অজয় এডওয়ার্ডও নির্দল হিসাবে প্রার্থী হতে আগ্রহী। তবে তিনি এদিন প্রকাশ্যে জানিয়েছেন, কংগ্রেস যাকে প্রার্থী করবে, সেই প্রার্থীকেই তিনি সমর্থন করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement