shono
Advertisement
Maharashtra

মুখ্যমন্ত্রী থাকাকালীন 'গরিব' হলেন শিণ্ডে! দুশো শতাংশ সম্পত্তি বৃদ্ধি স্ত্রীর

শিব সেনায় ভাঙনের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন একনাথ শিণ্ডে।
Published By: Biswadip DeyPosted: 04:06 PM Nov 02, 2024Updated: 04:06 PM Nov 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচ বছরে তাঁর বার্ষিক উপার্জন কমেছে ২২ শতাংশ। কিন্তু রকেট গতিতে রোজগার বেড়েছে তাঁর স্ত্রীর। মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন একনাথ শিণ্ডে। আর সেই ঘোষিত সম্পত্তির পরিমাণ থেকেই উঠে আসছে এমন তথ্য।

Advertisement

তাঁর ঘোষিত তথ্য থেকে জানা যাচ্ছে, ২০২০ সালে শিণ্ডের বার্ষিক উপার্জন ৪৪ লক্ষ ৮১ হাজার থেকে কমে ৩৪ লক্ষ ৮১ হাজার টাকায় দাঁড়িয়েছে। রাজ্য সরকারের বেতন ছাড়াও ব্যবসা থেকেও উপার্জন করেন তিনি। কিন্তু শিণ্ডের বার্ষিক উপার্জন কমলেও লাফিয়ে বেড়েছে তাঁর স্ত্রী লতা শিণ্ডের সম্পদের পরিমাণ। ২০১৯ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ১১ লক্ষ টাকা। এখন তা বেড়ে ২২ কোটি ৮৫ লক্ষে দাঁড়িয়েছে। তাঁর কাছে ২ লক্ষ টাকা নগদ, দেড় কোটির স্থায়ী আমানত, ৩.৮৪ লক্ষ টাকার জীবনবিমা রয়েছে। এছাড়াও আরও একটি বিমা রয়েছে ১৭.৩৩ লক্ষ টাকার। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তাঁর কাছে মোট ৫৮০ গ্রামের সোনার গয়না রয়েছে। যার মূল্য ৪১ লক্ষ ৭৬ হাজার টাকা। এছাড়াও রয়েছে টাটা ইনোভা এবং মাহিন্দ্রা স্করপিও। ২০২০ সালে তাঁর বার্ষিক রোজগার ৫.০৩ লক্ষ টাকা হলেও ২০২৪ সালে তা বেড়ে ১৫.৮৩ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে ভাঙন ধরেছিল বাল ঠাকরে প্রতিষ্ঠিত শিব সেনায়। দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিণ্ডে। তাঁর সঙ্গে গিয়েছিলেন শিবসেনার ৩৯ জন বিধায়ক। পরে শিণ্ডে মুখ্যমন্ত্রী হন। সংখ্যাধিক্যের বলে নির্বাচন কমিশনে গিয়ে দলের প্রতীক এবং সম্পদেরও দখল পান। এবার বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর এবার চর্চায় তাঁর স্ত্রীর দ্রুতগতিতে সম্পত্তি বৃদ্ধির বিষয়টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত পাঁচ বছরে তাঁর বার্ষিক উপার্জন কমেছে ২২ শতাংশ। কিন্তু রকেট গতিতে রোজগার বেড়েছে তাঁর স্ত্রীর।
  • মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন একনাথ শিণ্ডে।
  • আর সেই ঘোষিত সম্পত্তির পরিমাণ থেকেই উঠে আসছে এমন তথ্য।
Advertisement