shono
Advertisement
Assembly Elections

‘এনডিএ’ নাকি ‘ইন্ডিয়া’? মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে শুরু ভোটগ্রহণ

দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ শনিবার। দুই রাজ্যের বিধানসভায় শেষ হাসি কারা হাসবে, এনডিএ নাকি ইন্ডিয়া জোট তা জানা যাবে ওইদিনই। তার আগে আজই শেষ হবে ভোটপর্ব।
Published By: Biswadip DeyPosted: 09:12 AM Nov 20, 2024Updated: 09:58 AM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে প্রথম ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলপ্রকাশ শনিবার। দুই রাজ্যের বিধানসভায় শেষ হাসি কারা হাসবে, এনডিএ নাকি ইন্ডিয়া জোট তা জানা যাবে ওইদিনই। তার আগে আজই শেষ হবে ভোটপর্ব।

Advertisement

মহারাষ্ট্রের ২৮৮ আসনে নির্বাচন হচ্ছে এক দফাতেই। অন্যদিকে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় আগের দফার ৪৩ আসনের পর আজ ভোট বাকি ৩৮ কেন্দ্রে। মহারাষ্ট্রে মহাজুটি নাকি মহা বিকাশ আঘাড়ি কারা শেষপর্যন্ত মসনদ দখল করবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। অন্যদিকে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের পরিবর্তে বিজেপি ও শরিক দলগুলি ক্ষমতা দখল করবে কিনা সেদিকেও নজর গোটা দেশের।

এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে ভোটদানে উৎসাহিত করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। তাঁকে লিখতে দেখা যায়, 'আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সমস্ত আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যের ভোটদাতাদের কাছে আমার আর্জি, আপনারা উৎসাহের সঙ্গে এর অংশ হয়ে উঠুন এবং গণতন্ত্রের উৎসবের জৌলুস বৃদ্ধি করুন। এই পরিস্থিতিতে সমস্ত তরুণ ও মহিলা ভোটদাতাদের কাছে আর্জি, আপনারা উদ্দীপনার সঙ্গে ভোট দিন।' সেই সঙ্গেই ঝাড়খণ্ডের নির্বাচন নিয়েও এক্স হ্যান্ডলে পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। 

প্রসঙ্গত, দুই রাজ্যেই ক্ষমতা দখলের লড়াই খুব তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস-আরজেডির ‘মহাগঠবন্ধন’ এবার সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে। তবু বিজেপি জোটের জমিও রাজ্যের রাজ্যের জমি কেলেঙ্কারির প্রেক্ষাপটে বেশ শক্ত বলে মনে করা হচ্ছে। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। একই ছবি মহারাষ্ট্রেও। সেখানে মহা বিকাশ আঘাড়ি জোর লড়াই দেবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাওয়ায় বিজেপি মহাজুটি যে চাপে থাকবে তা বলাই যায়। তবে শেষপর্যন্ত কারা শেষ হাসি হাসে তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডে দ্বিতীয় দফা এবং মহারাষ্ট্রে প্রথম ও চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলপ্রকাশ শনিবার।
  • দুই রাজ্যের বিধানসভায় শেষ হাসি কারা হাসবে, এনডিএ নাকি ইন্ডিয়া জোট তা জানা যাবে ওইদিনই।
  • তার আগে আজই শেষ হবে ভোটপর্ব।
Advertisement