সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভায় বিজেপি (BJP) একপেশেভাবে জিতে যাবে ধরে নেওয়া ভুল হবে। মত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। তাঁর কথা অনুযায়ী, ২৪-এর লোকসভায় আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে তাঁর সংযোজন, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন।
এমনিতে অমর্ত্য সেন বিজেপি এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘোষিত বিরোধী। তবে এভাবে খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে খোলাখুলি বার্তা দিতে কখনও শোনা যায়নি তাঁকে। বরাবরই তিনি বামমনস্ক। কিন্তু ২০২৪ সালের লোকসভার আগে অমর্ত্য (Amartya Sen) একপ্রকার স্পষ্টই বলে দিলেন, প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা একেবারেই নয়। আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য।” যদিও পরক্ষণেই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলে দেন,”একই সঙ্গে এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।”
[আরও পড়ুন: কেঁপে উঠল উত্তর কাশী, ধ্বংসের মুখে দাঁড়ানো যোশিমঠে বৃষ্টি-তুষারপাতের মধ্যে নয়া আতঙ্ক!]
নোবেলজয়ী অর্থনীতিবিদ সোজা বলে দিচ্ছেন, বিজেপি ২০২৪ লোকসভা ভোট (2024 Lok Sabha Election) জিতে গিয়েছে ধরে নেওয়াটা মস্ত বড় ভুল হবে। তাঁর মতে, “একাধিক আঞ্চলিক দল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডিএমকে (DMK) ভীষণ গুরুত্বপূর্ণ, তৃণমূল ভীষণ গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টিরও শক্তি আছে। তবে ওরা কতদুর যাবে সেটা জানি না।” অমর্ত্যর অভিযোগ,”বিজেপি (BJP) ভারতের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দিয়েছে। ভারত সম্পর্কে ধারণাটাকে এরা এত সংকীর্ণ করে দিয়েছে যে এখন ভারতকে শুধু হিন্দু ভারত বা হিন্দি বলয়ের ভারত হিসাবে দেখা হচ্ছে। যদি বিজেপির কোনও বিকল্প না পাওয়া যায় তাহলে দেশের বাকি অংশের প্রতি সেটা অন্যায় করা হবে।”
[আরও পড়ুন: মহিলা ক্রিকেটারের রহস্যমৃত্যু ওড়িশায়, গভীর জঙ্গলে ঝুলন্ত দেহ উদ্ধার]
রাজনৈতিক দলগুলিকে অমর্ত্য সেন মনে করিয়ে দিচ্ছেন, বিজেপি প্রবল প্রতাপশালী হলেও, তাঁদের দুর্বলতাও আছে। তিনি বলেছেন, অন্য দলগুলিও চেষ্টা করলে সুযোগ তৈরি করতে পারে। আলোচনায় চলে আসতে পারে। বিজেপি বিরোধী দলগুলি একত্রিত হতে পারবে না, এমন কোনও তথ্য আমার জানা নেই। তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, একা কংগ্রেসের (Congress) পক্ষে আর বিজেপিকে হারানো সম্ভব নয়। কারণ কংগ্রেস অনেক দুর্বল হয়ে গিয়েছে।