shono
Advertisement
Air India

মাঝআকাশে মদ্যপের কুকীর্তি, সহযাত্রীর গায়ে প্রস্রাব ব্যক্তির! আবারও বিতর্কে এয়ার ইন্ডিয়া

এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের গায়ে প্রস্রাব করেছে অভিযুক্ত।
Published By: Anwesha AdhikaryPosted: 08:19 PM Apr 09, 2025Updated: 08:19 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, দিল্লি-ব্যাংকক এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটেছে অনভিপ্রেত ঘটনাটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের গায়ে প্রস্রাব করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

গত কয়েকবছরে বেশ কয়েকবার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল। বুধবার এয়ার ইন্ডিয়ার উড়ানে আবারও ঘটল ন্যক্কারজনক ঘটনাটি। দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছিল AI2336 বিমানটি। মাঝআকাশেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেয় এক মদ্যপ ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি ভারতীয়। তবে তার পরিচয় প্রকাশ করেনি উড়ান সংস্থা। হেনস্তার শিকার ওই ব্যক্তি অবশ্য উড়ান সংস্থার তরফে কোনও সাহায্য নিতে চাননি।

গোটা বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের তরফে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া উচিত, সেই সিদ্ধান্ত নেবে ওই কমিটিই। ডিজিসিএর প্রত্যেকটি নিয়ম মেনে চলা হবে বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু বলেন, "এমন ঘটনা ঘটলে সেদিকে অবশ্যই নজর রাখে মন্ত্রক। আমরা উড়ান সংস্থার সঙ্গে কথা বলব। যদি কোনও অন্যায় হয়ে থাকে তাহলে যথাযথ পদক্ষেপ করা হবে।"

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে এই এয়ার ইন্ডিয়ার বিমানেই বিজনেস ক্লাসে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। অধিকাংশ যাত্রী ঘুমন্ত থাকার কারণে ঘটনাটি সকলের নজর এড়িয়ে যায়। বিমানের কর্মীদের এই ঘটনা জানালে তাঁরা ওই বৃদ্ধাকে পরিষ্কার জামাকাপড় পরে ঘুমিয়ে পড়তে নির্দেশ দেন। এই বিষয়টি নিয়ে তিনি যেন মুখ না খোলেন, সেই কথাও বলা হয় বৃদ্ধাকে। প্রশ্ন উঠছে, কেন বারবার এমন ঘটনা ঘটছে এয়ার ইন্ডিয়ার বিমানে? অপরাধ আটকাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না কেন বিমানসংস্থা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছিল AI2336 বিমানটি। মাঝআকাশেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেয় এক মদ্যপ ব্যক্তি।
  • ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই স্বাধীন কমিটি গঠন করা হয়েছে।
  • ২০২২ সালের নভেম্বর মাসে এই এয়ার ইন্ডিয়ার বিমানেই বিজনেস ক্লাসে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে।
Advertisement