shono
Advertisement
AR Rahman

কাজ পান না মুসলিমরা! 'এটাই আজকের ভারতের সত্যি ছবি', রহমানের পাশে মেহবুবা মুফতি

এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে।"
Published By: Anwesha AdhikaryPosted: 07:27 PM Jan 18, 2026Updated: 08:04 PM Jan 18, 2026

মুসলিম বলে দীর্ঘ আট বছর বলিউডে কাজ পাননি! বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এবার তাঁর পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর স্পষ্ট বার্তা, রহমান যে অভিযোগ এনেছেন সেটাই আজকের ভারতের একেবারে সত্য ছবি। বলিউডও ভারতের অংশ। দেশে যা ঘটে সেটা প্রতিফলন বলিউডেও দেখা যায়।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” অস্কারজয়ী সুরকার তথা গায়ক এও বলেন যে, “আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।”

যদিও অস্কারজয়ীর এই কথায় সহমত পোষণ করেননি জাভেদ আখতার। তিনি রহমানের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, "কাজ কমে যাওয়ার বিষয়ের জন্য কোনও সামাজিক বা সাম্প্রদায়িক কারণ আছে বলে আমি মনে করি না। আসলে আমার মনে হয় অনেকেই তাঁকে অনেক ছোট প্রজেক্টে কাজের প্রস্তাব দিতে সংকোচ করেন। হেভিওয়েট শিল্পী রাজি হবেন কিনা, সেই নিয়ে দ্বিধা থেকেই হয়তো যোগাযোগ করেননি। তবে এর নেপথ্যে সাম্প্রদায়িক কোনও কারণ নেই।"

জাভেদ আখতারের এই মন্তব্যকেই একহাত নিয়েছেন মেহবুবা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ভারতের মুসলিমদের অবস্থার বিরোধিতা করছেন জাভেদ। তাঁর স্ত্রী শাবানা আজমিকে পর্যন্ত বাসস্থান দেওয়া হয়নি কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে। বলিউড সবসময় ভারতেরই একটা ছবি তুলে ধরে। ভারতের সমাজে যা ঘটে সেগুলো বলিউডের অভ্যন্তরেও ঘটে থাকে। সেই অভিজ্ঞতাগুলো মুছে ফেলার চেষ্টা করলেও, বর্তমান ভারতের সত্যি ছবিটা মিথ্যে হয়ে যায় না।' রহমানকে তোপ দেগেছেন কঙ্গনা রানাওয়াতও। সবমিলিয়ে বলিউডে কার্যত 'ধর্মযুদ্ধ' চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement