shono
Advertisement
New bridge at Varanasi

মোদির বারাণসীতে গঙ্গার উপরে ডবল ডেকার ব্রিজ, ২৬০০ কোটি বরাদ্দ মন্ত্রিসভার

সব ঠিক থাকলে চার বছরের মধ্যে নতুন ডবল ডেকার ব্রিজের কাজ সম্পূর্ণ হবে।
Published By: Kishore GhoshPosted: 04:43 PM Oct 16, 2024Updated: 04:46 PM Oct 16, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: বারাণসীর ১৩৬ বছরের পুরনো মালব্য সেতুর সমান্তরাল নতুন অত্যাধুনিক সেতু তৈরি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পুরনো দোতলা মালব্য সেতুতে সড়কপথ এবং রেলপথ দুই রয়েছে। নতুন সেতুতেও তাই থাকবে, তবে বিশ্বনাথধামের নয়া সেতুটি আর বড়সড় হচ্ছে বলেই জানা গিয়েছি। নয়া সেতুর সংযোজনে উত্তরপ্রদেশ এবং পড়শি রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কেমন হবে নতুন সেতুটি?

Advertisement

ডবল ডেকার সেতুর প্রথম তলে থাকবে রেলওয়ে ট্র্যাক, মোট চার জোড়া রেল লাইন থাকবে। দ্বিতীয় বা উপরের তলে থাকবে ছয় লেনের সড়কপথ। সূত্রের খবর, নতুন ব্রিজটি তৈরির জন্য ২৬৪২ কোটি টাকা বরাদ্দ করেছে মোদির মন্ত্রিসভা। সব ঠিক থাকলে আগামী চার বছরের মধ্যে নতুন ডবল ডেকার ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গত বছর জুন মাসে প্রথমবার বারাণসীর ডবল ডেকার ব্রিজের বিষয়টি জানা গিয়েছিল। তখনই জানা গিয়েছিল, নতুন ব্রিজ নির্মাণের পাশাপাশি গঙ্গা তীরস্থ কাশি রেল স্টেশনও ঢেলে সাজানো হবে।

উল্লেখ্য, বছর খানেক আগে থেকেই নতুন সেতু নির্মাণে রেল জমিতে থাকা অবৈধ অধিগ্রহণ উচ্ছেদে নামে রেল। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, নতুন সেতু নির্মাণ খরচা হতে পারে ১৬০০ কোটি টাকা। যদিও এদিন জানা গিয়েছে, বরাদ্দ বেড়ে হয়েছে ২৬৪২ কোটি টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডবল ডেকার সেতুর প্রথম তলে থাকবে রেলওয়ে ট্র্যাক, মোট চার জোড়া রেল লাইন থাকবে।
  • বছর খানেক আগে থেকেই নতুন সেতু নির্মাণে রেল জমিতে থাকা অবৈধ অধিগ্রহণ উচ্ছেদে নামে রেল।
Advertisement