shono
Advertisement
Union Budget

বাড়ছে ইপিএফও-র ন্যূনতম পেনশন! কেন্দ্রীয় বাজেটে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার

১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Published By: Kishore GhoshPosted: 03:57 PM Jan 30, 2025Updated: 03:58 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বাজেট পেশের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ভবিষ্যত ভারতের আর্থিক রোডম্যাপ তৈরি করতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সূত্রের খবর, এবারের বাজেটে সুখবর থাকছে ইপিএফও স্কিমের পেনশন ভোগীদের জন্যে। প্রথমত বাড়ানো হচ্ছে ইপিএফের নূন্যতম পেনশন, দ্বিতীয়ত মূল পেনশনের সঙ্গে ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর।

Advertisement

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যূনতম পেনশন নিয়ে। যা প্রতি মাসে মাত্র ১ হাজার টাকা। বাড়িয়ে ৯ হাজার টাকা করার দাবি উঠেছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে ন্যূনতম পেনশন ৭, ৫০০ টাকা করা হতে পারে চলতি বাজেটে। বলা বাহুল্য, এমনটা হলে উপকৃত হবেন ইপিএফও-র ৬০ লক্ষ পেনশন ভোগী। এই বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, ন্যূনতম পেনশন সাড়ে সাত হাজার টাকা হলে বর্তমান বাজার দরের সঙ্গে খানিকটা খাপ খাওয়াতে পারবেন অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মীরা। কারণ চিকিৎসা এবং অন্যান্য খাতে খরচ লাগামছাড়া পর্য়ায়ে চলে গিয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, ২০২৫ সালে বাজেটে ইপিএফ স্কিমের সঙ্গে পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। অবসরকালে যাতে পেনশনভোগীরা কিছুটা সুবিধাজনক ভাবে নিজের জীবন কাটাতে পারেন সেদিকে নজর দিতেই এই ব্যবস্থা। বর্তমানে দেশে প্রচুর পেনশনভোগীরা রয়েছেন যারা ইপিএফ থেকে পেনশন পেয়ে থাকেন। বর্ধিত ন্যূনতম পেনশন এবং ডিএ পেলে তাঁরা যে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যূনতম পেনশন নিয়ে।
  • ২০২৫ সালে বাজেটে ইপিএফ স্কিমের সঙ্গে পেনশনভোগীদের জন্য ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
Advertisement