সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক সুবিদিত। নিন্দুকেরা বলেন, মোদির সঙ্গে সুসম্পর্কের জেরেই নাকি ঐশ্বর্য ফুলেফেঁপে উঠেছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। অতীতেও মোদিকে প্রশংসায় ভরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁকে বলতে শোনা গেল, মোদির সংকল্প হিরের মতো শানিত। গুজরাটের পণ্ডিত দীনদয়াল এনার্জি বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের অনুষ্ঠানেই এমন কথা বললেন তিনি।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
মঙ্গলবার ওই অনুষ্ঠানে আম্বানিকে বলতে শোনা গেল, ''আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাদের বহু কিছু শেখার রয়েছে। তিনি কোনও ভালো আইডিয়াকে নষ্ট হতে দেন না। ওঁর 'মন কি বাত' আসলে ওঁর মনের সংকল্প। আর সেই সংকল্প সবসময়ই বজ্র সংকল্প। ওঁর সংকল্প হিরের মতোই শানিত। উনি জানেন কী করে সংকল্পকে সাফল্যে রূপান্তরিত করতে হয়।''
প্রধানমন্ত্রীর সীমাহীন 'এনার্জি'রও প্রশংসা করেন আম্বানি। দেশের ধনীতম ব্যক্তি বলছেন, ''লোকেরা প্রশ্ন করে, প্রধানমন্ত্রী মোদি কখন বিশ্রাম নেন। তিনি কি আদৌ বিশ্রাম নেন। আমার কাছে এর উত্তর রয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উক্তি এপ্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। উনি বলতেন, কাজে পরিবর্তনই বিশ্রাম। এটাই আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য। এটাই আমাদেরও লক্ষ্য হওয়া উচিত।''
এর আগেও বহুবার মুকেশ আম্বানি মোদির নেতৃত্বের ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মোদিকে বর্তমান সময়ের শ্রেষ্ঠতম বিশ্বনেতা বলেও বর্ণনা করেছিলেন আগে। গত বছর 'ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট'-এ আম্বিন বলেছিলেন, মোদি অসম্ভবকে সম্ভব করতে পারেন তাঁর দূরদর্শিতা, সংকল্প ও প্রয়োগ দিয়ে। এদিনও সেভাবেই মোদি সম্পর্কে উচ্ছ্বসিত হতে দেখা গেল ধনকুবেরকে।