সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। শিক্ষামন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল ইনস্টিটউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF 2023) সোমবার তা প্রকাশ করেছে। রেকর্ড গড়ে টানা ৫ বার দেশের সেরার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তকমা দখলে রাখল প্রথম শ্রেণির তথ্য-প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আইআইটি (মাদ্রাজ)। তার পরেই রয়েছে আইআইএসসি (বেঙ্গালুরু) এবং আইআইটি (দিল্লি)। এছাড়া সবকটি আইআইটি-র রেকর্ডই বেশ ভাল। প্রথম দশের তালিকায় রয়েছে আইআইটি (বম্বে), আইআইটি (কানপুর), আইআইটি (রুরকি), আইআইটি (গুয়াহাটি)।
এছাড়া ডাক্তারি প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে এইমসের (AIIMS) নাম। তালিকার ৬ নম্বরে রয়েছে দেশের অন্যতম সেরা মেডিক্যাল কলেজ। দেশের সেরা ১০ কলেজের তালিকাও প্রকাশিত হয়েছে। তাতে রয়েছে কলকাতার দুটি মাত্র কলেজ। পঞ্চম স্থানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (St. Xavier’s College) এবং অষ্টমে রয়েছে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ।
একঝলকে দেখে নিন NIRF, 2023 তালিকা –
দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (NIRF 2023)
বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং:
১. IIT (মাদ্রাজ)
২. IISc (বেঙ্গালুরু)
৩. IIT (দিল্লি)
দেশের সেরা ১০ কলেজ
১. মিরান্ডা হাউস, দিল্লি
২. হিন্দু কলেজ, নিউ দিল্লি
৩. প্রেসিডেন্সি কলেজ, চেন্নাই
৪. কৃষ্ণাম্মাল কলেজ অফ উইম্যান, কোয়েম্বাটুর
৫. সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
৬. আত্মরাম সনাতন ধর্ম কলেজ, নিউ দিল্লি
৭. লয়োলা কলেজ, চেন্নাই
৮. রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা
৯. কিরোরি মাল কলেজ, নিউ দিল্লি
১০. লেডি শ্রীরাম কলেজ ফর উইম্যান, নিউ দিল্লি
[আরও পড়ুন: চলন্ত বাসে হস্তমৈথুন: জেলমুক্তির পর অভিযুক্তকে মালা পরিয়ে সংবর্ধনা মেনস অ্যাসোসিয়েশনের!]
এছাড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) স্থান একই রয়েছে। প্রতি বছর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার মান, পরিকাঠামো, শিক্ষণ পদ্ধতি, মৌলিকত্ব, শিক্ষক – এই সব কিছুর নিরিখে বিচার বিবেচনা করে একটি তালিকা প্রস্তুত করে শিক্ষামন্ত্রক। এর আওতায় সাধারণ কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও থাকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, কৃষি বিভাগের প্রতিষ্ঠানগুলি। এ বছরও সেই তালিকার শীর্ষে আইআইটি, মাদ্রাজ।