shono
Advertisement
Nitin Gadkari

পথ দুর্ঘটনায় দেড় লক্ষ পর্যন্ত নিখরচায় চিকিৎসা, বড় ঘোষণা কেন্দ্রের

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা।
Published By: Amit Kumar DasPosted: 05:23 PM Jan 08, 2025Updated: 06:33 PM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি। তিনি বলেন, গত বছর মার্চ মাসে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল প্রকল্পটি। চলতি বছরের মার্চ থেকে দেশজুড়ে তা চালু করা হবে। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের যে কোনও রাস্তায় গাড়ি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

Advertisement

প্রতিবছর সারা দেশে পথ দুর্ঘটনায় নিহত হন লক্ষাধিক মানুষ। আহতের সংখ্যাটা তার চেয়েও বেশি। গুরুতর এই পরিস্থিতিতে আহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতেই এই উদ্যোগ সরকারের। জানা যাচ্ছে, দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ক্যাশলেস চিকিৎসা দুর্ঘটনার পর প্রথম ৭ দিন পর্যন্ত পাওয়া যাবে। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA), পুলিশ, হাসপাতাল ও রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে। অনলাইনের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতরা চিকিৎসার সুবিধা নিতে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে পরিবহন দপ্তরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে আহতকে। এর পর তা খতিয়ে দেখে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে আহতকে।

গত বছরের ১৫ মার্চ পরীক্ষামূলকভাবে চণ্ডীগড়ে এই প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। পরে দেশের আরও ৬ রাজ্যে তা চালু করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আহত ব্যক্তির চিকিৎসার পথে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায়। এবং দ্রুত যাতে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা যায়। মঙ্গলবার এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। সেখানে এই প্রকল্প নিয়ে বিশদে জানানোর পাশাপাশি পথ নিরাপত্তার বিষয়ে জনগণকে সতর্ক হওয়ার আবেদন জানান।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '২০২৪ সালে দেশে পথ দুর্ঘটনায় ১.৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে হেলমেট না পাওয়ার জন্য। দ্বিতীয় সবচেয়ে উদ্বেগের বিষয় হল, দুর্ঘটনার কবলে পড়া ৬৬ শতাংশের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। ১০ হাজার শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে রাস্তায় সাধারণ নিয়ম সম্পর্কে অবগত না হওয়ার কারণে। স্কুল ও কলেজ থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা।' মন্ত্রী বলেন, সামান্য সতর্ক হলেই এই দুর্ঘটনা এড়ানো যায়। পথ দুর্ঘটনা থেকে বাঁচতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় আহতদের দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার খরচ দেবে কেন্দ্রীয় সরকার।
  • সম্প্রতি এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি।
  • পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
Advertisement