সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার সীমা ছাড়িয়েছে। সেই ঘটনার সঙ্গে মোদি শাসনের তুলনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁর অভিযোগ, সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের কোন পার্থক্য নেই। এদেশের মাটিতেও নির্যাতিত সংখ্যালঘু মুসলিমরা।
রবিবার জম্মুতে পিডিপি কর্মীদের সঙ্গে দলীয় সভায় উপস্থিত হয়ে সম্ভল হিংসা ও আজমেঢ় দরগার ঘটনা তুলে ধরে মেহবুবা বলেন, "দেশে বেকারত্ব চরম আকার নিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যের হাল শোচনীয়। তারপরও মন্দিরের সন্ধানে মসজিদ ভাঙার চক্রান্ত জারি রয়েছে। ৮০০ বছরের পুরানো আজমেঢ় শরিফ দরগায় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ যান। তারপরও কিছু মানুষ সেখানকার মাটি খুঁড়তে চান, যদি কোনওভাবে মন্দিরের অস্তিত্ব নজরে পড়ে।" সম্বল হিংসার প্রসঙ্গে তুলে মেহবুবা বলেন, "সম্ভলে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। কিছু মানুষ দোকানে কাজ করছিলেন তাঁদেরও গুলি করা হয়েছে।"
এর পরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মেহবুবা বলেন, "বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। এখানেও যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়, তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কী থাকবে? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য দেখি না।" ভারতকে ক্রমশ পিছনের দিকে ঠেলা হচ্ছে বলে অভিযোগ তুলে পিডিপি নেত্রীর অভিযোগ, "আমাদের ক্রমশ ১৯৪৭ সালের অতীতেদের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের যুবসমাজ চাকরি চায়। কিন্তু তা তাঁদের দেওয়া হয় না। এই বিষয়ে কথা বললে তাঁদের জেলে পুরে দেওয়া হয়। যেমন উমর খালিদের সঙ্গে হয়েছিল।"
মেহবুবার এহেন মন্তব্য এমন একটা সময়ে প্রকাশ্যে এল যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে। এরই মাঝে মেহবুবার এই মন্তব্যকে রাষ্ট্রদ্রোহী মন্তব্য বলে তোপ দেগেছে বিজেপি। শুধু তাই নয়, পিডিপি নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে জম্মু ও কাশ্মীর সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, 'বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা অত্যন্ত নিন্দনীয়। মানবাধিকার লঙ্ঘন চরম আকার নিয়েছে বাংলাদেশে। সেখানে সংখ্যালঘুদের উপর হামলা, নারী নির্যাতন, দেবদেবীদের মূর্তিভাঙা চলছে।'