shono
Advertisement

শত চেষ্টাতেও ব্যর্থ বিজেপি, দিল্লির মেয়র নির্বাচনে জয়ী আপ প্রার্থী

৩৪ ভোটের ব্যবধানে জয়ী AAP প্রার্থী।
Posted: 02:42 PM Feb 22, 2023Updated: 05:00 PM Feb 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি পুরনগিমের মেয়র নির্বাচন (Delhi Mayor Election) নিয়ে গেরুয়া (BJP) ও ঝাড়ু শিবিরের লড়াই সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছেছিল। যদিও শীর্ষ আদালেত বড় জয় পায় আম আদমি পার্টি (AAP)। বিচারপতিরা জানান, মেয়র নির্বাচনে উপরাজ্যপাল মনোনীত পুরসভার সদস্যরা ভোট দিতে পারবেন না। অবশেষে বুধবার সুষ্ঠুভাবে সম্পন্ন হল সেই নির্বাচন। দিল্লির পুরনিগমের নতুন মেয়র হলেন আপ প্রার্থী শেলি ওবেরয়। ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আপ প্রার্থী শেলি।

Advertisement

গত ডিসেম্বরে ১৫ বছরের বিজেপি-রাজের অবসান ঘটিয়ে দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করে আপ। ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৪টি আসনে জয়ী হয় তারা। বিজেপি (BJP) পেয়েছিল ১০৪টি আসন। কিন্তু এরপরও মেয়র নির্বাচন নিয়ে জট তৈরি হয়। গত দু’মাসে তিনবার মেয়র নির্বাচন ভেস্তে গিয়েছিল। আপ বিজেপির ‘চক্রান্তে’র অভিযোগ তুলেছিল। তাদের বক্তব্য ছিল, যেন তেন প্রকারেণ দিল্লি পুরসভার দখল রাখতে নিজেদের প্রার্থীকে মেয়র পদে বসাতে মরিয়া পদ্ম শিবির।

[আরও পড়ুন: ‘শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্বের সব রাজ্যে যাবে TMC’, ঘোষণা মমতার]

যদিও শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল না গেরুয়া শিবিরের পক্ষে। দিল্লি পুরনগিমের মেয়র নির্বাচিত হলেন আপ নেত্রী শেলি ওবেরয়। তিনি পেয়েছেন ১৫০টি ভোট। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ১১৬টি ভোট। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই আনন্দে মাতোয়ারা হন আপ নেতা-কর্মীরা। আবির খেলতে শুরু করেন ঝাড়়ু শিবিরের পুরসদস্যরা। তাঁরা দলের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। দীর্ঘ জটিলতার পর মেয়র নির্বাচনে জয় পাওয়ার পর আপ নেতৃত্ব বলছে, বিজেপির ষড়যন্ত্র ধোপে টিকল না। গণতন্ত্রের জয় হল।

[আরও পড়ুন: জওয়ানকে খুনে অভিযুক্ত DMK নেতা, প্রতিবাদ মিছিল করে শাস্তির মুখে ৩৫০০ বিজেপি কর্মী]

মেয়র নির্বাচনে জয়ের পরেই গেরুয়া শিবিরকে তোপ দেগে টুইট করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। লেখেন, “গুন্ডারা হেরে গেছে, মানুষ জিতেছে। ওবেরয় শেলি মেয়র নির্বচিত হওয়ায় দিল্লির বাসিন্দাদের শুভেচ্ছা জানাই।” এদিকে ডেপুটি মেয়র নির্বাচনেও জয়ী আপ। দিল্লি পুরনগিমের ডেপুটা মেয়র নির্বাচিত হলেন আলি মহম্মদ ইকবাল। ৩১ ভোটে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement