সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির হুঁশিয়ারি পরই ফের জম্মুর সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের! সঙ্গে সঙ্গে যোগ্য জবাব ভারতীয় সেনার। ড্রোনগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেই সেনা সূত্রে খবর। ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এলাকা। আতঙ্কের কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে।
সোমবার রাতেই পহেলগাঁও হামলা ও অপারেশন সিদুুঁর নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া ভাষায় বুঝিয়ে দেন, শরিফের পাকিস্তান আক্রমণ করলে এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত। তার কিছুক্ষণের মধ্যেই জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে বেশ কয়েকটি ড্রোন হামলার চেষ্টার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। পাঞ্জাবের জলন্ধর-সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। উধমপুরে নর্দান কমান্ড ও এয়ার ফোর্স স্টেশনের উপর ১৫ টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তা নিষ্ক্রিয় করা হয়েছে। জলন্ধর ও সাম্বায় শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও।
জলন্ধরের ডেপুটি কমিশনার জানান, "ড্রোন হামলার চেষ্টার বিষয়টি জানামাত্রই এলাকা ব্ল্যাকআউট করা হয়েছে। তবে সেনা সূত্রে খবর, চিন্তার কোনও কারণ নেই।" প্রসঙ্গত, এদিন মোদি সাফ জানিয়েছেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। সেনা এবং বিদেশ সচিবের মতোই মোদির বার্তা, পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে।
