shono
Advertisement
Undivided India

'অখণ্ড ভারত' চর্চায় বাংলাদেশ-পাকিস্তানকে আমন্ত্রণ নয়াদিল্লির!

আসতে রাজিও হয়ে গিয়েছে ইসলামাবাদ।
Published By: Biswadip DeyPosted: 08:52 PM Jan 10, 2025Updated: 08:52 PM Jan 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট' তথা ভারতীয় হাওয়া অফিস। তাদের দেড়শো বছর উপলক্ষে আয়োজিত হবে 'অখণ্ড ভারত' সম্মেলন। আর সেই সম্মেলনে আমন্ত্রিত পাকিস্তান-বাংলাদেশের মতো প্রতিবেশী দেশও। আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালকেও।

Advertisement

ইতিমধ্যেই জানা গিয়েছে, এই সম্মেলনে যোগ দিতে সম্মতি জানিয়েছে পাকিস্তান। কিন্তু এখনও কোনও জবাব আসেনি বাংলাদেশ থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে ঢাকা রাজি হলে তৈরি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। আইএমডির এক উচ্চপদস্থ কর্তা জানাচ্ছেন, ''আমরা চাই সমস্ত দেশ থেকেই প্রতিনিধিরা আসুন, যে দেশগুলি আইএমডির স্থাপনার সময় এই দেশেরই অংশ ছিল।'' বহু কেন্দ্রীয় মন্ত্রকই এই সম্মেলনকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর। এমনকী, অর্থমন্ত্রক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একটি দেড়শো টাকার বিশেষ নোটও প্রকাশ করবে।

১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় 'ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট'। তবে এই দপ্তরই এদেশের প্রথম আবহাওয়া দপ্তর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম হাওয়া অফিস তৈরি করে ১৭৮৫ সালে কলকাতায়। যার নাম ছিল 'ক্যালকাটা অবজার্ভেটরি'। ১৭৮৫ সালে এবং ১৭৯৬ সালে যথাক্রমে স্থাপিত হয় মাদ্রাজ অবজার্ভেটরি এবং বম্বে অবজার্ভেটরি। এরপর ১৮৭৫ সালে স্থাপিত হয় আইএমডি। তার আগে ১৮৬৪ সালে কলকাতায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। তাতেই টনক নড়ে ব্রিটিশ সরকারের। সেই প্রয়োজনীয়তা থেকেই স্থাপিত হয় আইএমডি। যা এবার পা দিল দেড়শো বছরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট' তথা ভারতীয় হাওয়া অফিস। তাদের দেড়শো বছর উপলক্ষে আয়োজিত হবে 'অখণ্ড ভারত' সম্মেলন।
  • আর সেই সম্মেলনে আমন্ত্রিত পাকিস্তান-বাংলাদেশের মতো প্রতিবেশী দেশও।
  • আসতে রাজিও হয়ে গিয়েছে ইসলামাবাদ। এখনও কিছু জানায়নি ঢাকা।
Advertisement