shono
Advertisement

Breaking News

পাক সংসদ সদস্যের সঙ্গে করমর্দন, প্রশ্নের মুখে বিদেশমন্ত্রী

পাক বয়কটের ডাক দিয়েও সাক্ষাৎ কেন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের৷ The post পাক সংসদ সদস্যের সঙ্গে করমর্দন, প্রশ্নের মুখে বিদেশমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Feb 24, 2019Updated: 02:56 PM Feb 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর দেশজুড়ে উঠেছে পাক বয়কটের ডাক৷ ইসলামাবাদের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে তৎপর নয়াদিল্লি৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করতে ইতিমধ্যে বেশকিছু বড় পদক্ষেপ নিয়েছে ভারত৷ এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন পাক পার্লামেন্টের সদস্য রাজেশ কুমার ভাঙ্কাওয়ানি৷ দেখা করলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিংয়ের সঙ্গে৷ আর পাক প্রতিনিধির সঙ্গে বিদেশমন্ত্রীর এই সাক্ষাৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে৷

Advertisement

[রাজনীতিতে যোগ দিতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা! ]

কুম্ভ \মেলা উপলক্ষে একাধিক দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ করেছিল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর)৷ সেই আমন্ত্রণ রাখতেই ভারতে এসেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের এই সদস্য৷ নয়াদিল্লিতে বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজেশ কুমার ভাঙ্কাওয়ানি৷ সুষমা স্বরাজের সঙ্গে করমর্দন করে ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ জানান, পুলওয়ামা কাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অবশ্যই চিন্তার৷ দাবি করেন, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সিআরপিএফ জওয়ানদের উপর যে জঙ্গি হামলা হয়েছে, তার সঙ্গে কোনও যোগ নেই পাকিস্তানের৷

[শচীন ‘দেশদ্রোহী’! অর্ণব গোস্বামীর নজিরবিহীন আক্রমণের মুখে কিংবদন্তি ক্রিকেটার]

এই পাক সংসদ সদস্যের সঙ্গে বিদেশমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে সমালোচনায় সরব হয়েছে একাংশ৷ যখন ইসলামাবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি৷ পড়শি দেশের থেকে ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা কেড়ে নেওয়া হয়েছে৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ এবং একাধিক নদীর জলও দিতেও অস্বীকার করেছে নয়াদিল্লি৷ তখন পাক প্রধানমন্ত্রীর দলের সদস্যের সঙ্গে কীভাবে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী? প্রশ্ন ওয়াকিবহাল মহলের৷

The post পাক সংসদ সদস্যের সঙ্গে করমর্দন, প্রশ্নের মুখে বিদেশমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement