shono
Advertisement
Bombay High Court

মদের বোতলে থাকুক ক্যানসারের সতর্কীকরণ, জনস্বার্থ মামলা বম্বে হাই কোর্টে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তার কথা উল্লেখ করা হয়েছে মামলায়।
Published By: Kishore GhoshPosted: 04:43 PM Jan 30, 2025Updated: 04:47 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেমনটা তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে থাকে, সেভাবেই মদের বোতলের গায়েও ক্যানসারের সতর্কীকরণ উল্লেখ করা হোক। এই দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বম্বে হাই কোর্টে। এই বিষয়ে যাতে করে রাজ্য, কেন্দ্র এবং ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ ব্যবস্থা নেয়, সেই দাবিও জানিয়েছেন মামলাকারী।

Advertisement

‘বার অ্যান্ড বেঞ্চ’ ওয়েবসাইট থেকে এই মামলার বিষয়ে জানা গিয়েছে। বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলাটি করেছেন যশ চিলওয়ার নামের একজন সমাজকর্মী। মদের বোতলে ক্যানসারের মতো মারণ রোগের সতর্কতার বিষয়ে চিলওয়ার বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন। যার মধ্যে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নির্দেশিকা। যেখানে মদকে প্রথম শ্রেণির কারসিনোজেন বলে চিহ্নিত করা হয়েছে। কারসিনোজেন থেকে ক্যানসার হয়ে থাকে। অতএব, মদের বোতলের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ থাকা উচিত বলেই দাবি মামলাকারীর।

বম্বে হাই কোর্টে যশ চিলওয়ারের আবেদনে আরও বলা হয়েছে, পণ্যের বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার অধিকার রয়েছে একজন ক্রেতার। তাছাড়া দক্ষিণ কোরিয়া, আয়ারল্য়ান্ডের মতো দেশে মদ বিক্রির ক্ষেত্রে বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে। অতএব, মদ্যপান করলে সংশ্লিষ্ট ব্যক্তির ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেটি মদের বোতলের গায়ে নির্দিষ্ট ভাবে মোটা হরফে লেখা থাকা প্রয়োজন। উল্লেখ্য, হু-র তথ্য অনুযায়ী ২০১৯ সালে গোটা বিশ্বে ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে মদ্যপান থেকে ক্যানসার আক্রান্ত হয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘বার অ্যান্ড বেঞ্চ’ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, বম্বে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেছেন যশ চিলওয়ার নামে এক সমাজকর্মী।
  • ২০১৯ সালে গোটা বিশ্বে ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে মদ্যপান থেকে ক্যানসার আক্রান্ত হয়ে।
Advertisement