সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উৎসবের আমেজে আট থেকে আশি। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করলেন তিনি। এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) টুইট করে শুভেচ্ছাবার্তা দেন।
বরাবরের মতো এবারও ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি পালন করছেন মোদি। বর্তমানে হিমাচলের লেপচায় রয়েছেন। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই বিশেষ উৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি। সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক।” অন্যদিকে এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি আলাদা পোস্টে রাজ্য ও দেশবাসীকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পোস্ট করা কালীপুজোর পোস্টে লেখা হয়েছে- “সকলকে কালীপুজোর আন্তরিক অভিনন্দন।” অন্যদিকে দীপাবলির শুভেচ্ছাবার্তা ইংরেজি এবং হিন্দিতে- “দীপের আলোয় আপনার জীবন আলোকিত ও আনন্দময় হোক।”
[আরও পড়ুন: প্রায় সাড়ে এগারো কোটি নাগরিকের প্যান কার্ড বাতিল করল কেন্দ্র, আপনারটা নেই তো?]
টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সমস্ত দেশবাসীকে আলোর উৎসব দীপাবলির আন্তরিক শুভকামনা। এই দীপোৎসব সবার জীবন নতুন আলো, সুখ, সুস্বাস্থ্য আনুক।”