সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখনও তিনি প্রবল প্রতাপাণ্বিত নরেন্দ্র মোদি হয়ে ওঠেননি৷ প্রধানমন্ত্রীর কুরসি তো দূরের কথা, সংগঠনের সাধারণ একজন প্রচারক তিনি৷ সেই সময়ই একে একে বিজেপি নেতাদের উপর নেমে আসছে গ্রেপ্তারির খাঁড়া৷ অথচ কৌশলে গা-ঢাকা দিতে পেরেছিলেন তিনি৷ শিখ সেজেই শাসকের নজর এড়িয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদি৷
[ ‘সিরিয়ার থেকেও দেশে যখন বেশি ধর্ষণ, তখন প্রধানমন্ত্রী বাগানে ব্যায়াম করছেন!’ ]
দেশে তখন জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইন্দিরা গান্ধী৷ যে দিনটিকে আজও দেশের গণতন্ত্রের ইতিহাসে কালো দিন হিসেবে ব্যাখ্যা করেন অনেকে৷ এমনকী এ বছর কেন্দ্রের শাসক দলও দিনটিকে কালা দিবস হিসেবে পালন করেছে৷ বিজেপির নেতা-মন্ত্রীরা একযোগে জরুরি অবস্থার কথা সামনে এনেছেন৷ আজ মুম্বইয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শুধু কংগ্রেসকে আক্রমণ করার জন্যই তাঁরা এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করতে চাইছেন তা নয়৷ বরং দেশের তরুণ প্রজন্মকে সে সময়ের কথা জানাতেই এই উদ্যোগ৷ একধাপ এগিয়ে প্রকাশ জাভড়েকর বলেন, আগামিদিনের শিশুদের এ ইতিহাস জানতে জরুরি অবস্থা এবার সিলেবাসেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র৷ তবে এদিন মোদির কথায় জরুরি অবস্থা নিয়ে আক্রমণের অর্থ আরও স্পষ্ট হল৷ কেন বিজেপি এই দিনটিকে বিশেষভাবে তুলে আনছে তা কথায় কথায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর শাসনকালকে অনেকেই জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন৷ এদিন মোদি পালটা তোপ দেগে বলেন, যাঁরা একসময় গণতন্ত্রকে জেলে পাঠিয়েছিল, আজ তারাই মোদির বিরুদ্ধে গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগ আনছে৷
এই জরুরি অবস্থার সঙ্গে মোদিরও যোগ ওতপ্রোত৷ সে সময় আরএসএস-এর সাধারণ প্রচারক ছিলেন মোদি৷ বিরোধীদের ধরে ধরে জেলে পোরা হচ্ছে৷ মোদিও হয়তো সে কোপ থেকে রক্ষা পেতেন না৷ তবে তাঁর চেহারার জন্য সে যাত্রা রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি৷ শিখ সেজেই শাসক দলের নজর এড়িয়েছিলেন তিনি৷ যে সমস্ত বই সে সময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তা বড় নেতাদের হাতে পৌঁছে দেওয়াই ছিল তাঁর কাজ৷ সন্ন্যাসীর ছদ্মবেশেই সে কাজ করেছিলেন মোদি৷
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ও বারবার করে তাই তাঁর কথায় ফিরে এল সেই পুরনো আমলের স্মৃতি৷ কিশোরকুমারকে নিষিদ্ধ ঘোষণা করা থেকে একাধিক ইস্যুতে কংগ্রেসকে প্রকারন্তরে কোণঠাসাই করলেন মোদি৷
The post শিখ যুবকের সাজে গ্রেপ্তারি এড়িয়েছিলেন মোদি, কখন জানেন? appeared first on Sangbad Pratidin.