shono
Advertisement

‘করোনার বিরুদ্ধে জেলা জিতলে জিতবে দেশ’, জেলাশাসকদের বৈঠকে আশাবাদী মোদি

জেলায় জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার, বললেন মোদি।
Posted: 02:21 PM May 18, 2021Updated: 03:52 PM May 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (COVID-19) দ্বিতীয় ধাক্কায় টলমল দেশ। এবার অতিমারী থাবা বসাচ্ছে গ্রামে-গঞ্জেও। এমন পরিস্থিতিতে ৪৬ জেলার জেলাশাসক এবং ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আশ্বাস দিলেন টিকাকরণ নিয়েও। তবে এবার সংক্রমণ ঠেকাতে জেলার দিকে কড়া নজর দিতে পরামর্শ দিলেন মোদি। বললেন, করোনার বিরুদ্ধে জেলা জিতলে দেশ জিতবে।

Advertisement

দেশজুড়ে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে ভারচুয়াল বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে ৪৬ জেলার পরিস্থিতি মনোযোগ সহকারে শোনেন তিনি। এর পরই জেলাগুলির দিকে নজর রাখতে পরামর্শ দেন তিনি। জেলাশাসকদের প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি জেলার নিজস্ব সমস্যা আছে। আপনারাই নিজেদের জেলার সমস্যা সবচেয়ে ভাল বুঝতে পারবেন। তাই আপনার জেলা যথন সমস্যাকে হারিয়ে জিতবে, তখন দেশেরও জয় হবে। তাই আপনার জেলা করোনাকে হারাতে পারলে দেশও পারবে।” জেলাশাসকদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা ময়দানে নেমে লড়াই করছেন। আপনারাই ফিল্ড কমান্ডারস।”

 

[আরও পড়ুন: করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশের অর্থনীতি, মে মাসেই বেকারত্বের হার হতে পারে সর্বোচ্চ]

তবে দেশকে করোনা যুদ্ধ জেতাতে পর্যাপ্ত পরিমাণ কোভিড ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। কিন্তু সেই ভ্যাকসিনের জোগান নেই বলেই অভিযোগ আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভ্যাকসিনের জোগান পর্যাপ্ত করতে দিনরাত চেষ্টা চালাচ্ছে প্রশাসন, এদিন ভারচুয়াল বৈঠকে সেটাই জানালেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জেলায় জেলায় পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন পৌঁছে দিতে চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। কীভাবে ভ্যাকসিন যাবে, কীভাবে টিকা দেওয়া হবে, তা নিয়ে একটি শিডিউল তৈরি করছে মন্ত্রক। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যগুলিকে সেই শিডিউল দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি।

 

[আরও পড়ুন: ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড় তওকতের তাণ্ডবে প্রাণ গেল অন্তত ২১ জনের, এখনও চলছে ধ্বংসলীলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement