shono
Advertisement
George Soros

জর্জ সোরসের সংস্থার টাকা পেয়েছেন মোদির উপদেষ্টাও? বিতর্কের মধ্যেই জবাব শমিকার

কংগ্রেস নেতার বিস্ফোরক দাবির উত্তরে কী বললেন তিনি?
Published By: Biswadip DeyPosted: 02:24 PM Dec 11, 2024Updated: 02:24 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জর্জ সোরস ফাউন্ডেশনের সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর যোগ রয়েছে বলে তোপ দেগেছে বিজেপি। এরই পালটা দিতে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, মার্কিন সংস্থাটির থেকে 'অনুদান' পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা শমিকা রবি। তিনি এর জবাবে জানিয়ে দিলেন, এই দাবি একেবারেই ভুল।

Advertisement

পবন খেরা এক্স হ্যান্ডলে লিখেছেন, 'এই বিবৃতি একেবারেই মিথ্যে। ২০০৬-০৭ সালে ওপেন সোসাইটি আইএসবিকে অনুদান দিয়েছিল। ওখানে আমি সহকারী অধ্যাপক ছিলাম এবং এই বিষয়টি নিয়ে গবেষণা করছিলাম। কোনও টাকাই কোনও ফ্যাকাল্টি সদস্যের কাছে সরাসরি আসে না। ১৮ বছর পরে আমি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীতে যোগ দিই। আমার কাজ, দেশ ও আমার প্রধানমন্ত্রীকে নিয়ে এতটা গর্বিত আগে কখনও হইনি। ২০২০ সালে জর্জ সোরস ভারত-বিরোধী পরিকাঠামো ঘোষণা করেন। এবং ভাবুন কারা তাঁর দিকে ঝাঁক বেঁধে দৌড়েছিল।'

সম্প্রতি এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করে বিজেপি। জর্জ সোরস ফাউন্ডেশন সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়, 'ভারতের উন্নতি রুখতে একসঙ্গে কাজ করে কংগ্রেস এবং জর্জ সোরস। এই ধনকুবেরের সাহায্যপ্রাপ্ত সংস্থা FDL-AP দাবি করে কাশ্মীর একটি আলাদা অংশ। ওই FDL-AP সংস্থার কো-প্রেসিডেন্ট ছিলেন সোনিয়া। অর্থাৎ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সমর্থকের সঙ্গে কংগ্রেস নেত্রীর যোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশি সংগঠনগুলো।'

গত বছর প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে মার্কিন ধনকুবের জর্জ সোরসের মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, ''মোদি এই বিষয়ে (আদানি কাণ্ড) নিয়ে এখনও নীরব। কিন্তু তাঁকে জবাব দিতেই হবে। এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মোদির রাশকে দুর্বল করে দেবে।'' এমন মন্তব্যের পালটা দিয়েছে কেন্দ্র। বিরোধী কংগ্রেসও জানিয়ে দেয়, ভারতের বিষয়ে তাঁর মাথা না গলানোই শ্রেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জর্জ সোরস ফাউন্ডেশনের সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর যোগ রয়েছে বলে তোপ দেগেছে বিজেপি।
  • এরই পালটা দিতে কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, মার্কিন সংস্থাটির থেকে 'অনুদান' পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা শমিকা রবি।
  • তিনি এর জবাবে জানিয়ে দিলেন, এই দাবি একেবারেই ভুল।
Advertisement