সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিমূল্য জ্বালানি। পেট্রল-ডিজেলের পর এবার ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। একধাক্কায় দাম বাড়ল ৫০ টাকা। আজ, সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে নয়া দাম। ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হল ৮৭৯ টাকা। কোপ নেমেছে উজ্বলা যোজনার সুবিধাভোগীদের উপরও। স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তের।
সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫০ টাকা। ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা।" ২-৩ সপ্তাহ অন্তর গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর প্রায় ১৩ মাস ধরে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। এবার এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়াল কেন্দ্র। যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ল মধ্যবিত্তরা।
এদিন শুধু রান্নার গ্যাস নয়, দাম বেড়েছে পেট্রল বা ডিজেলের। বাড়ানো হয়েছে আবগারি শুল্ক। দু’টির ক্ষেত্রেই সোমবার থেকে লিটার প্রতি দু’টাকা দাম বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।