সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে ঝোলাবদল প্রিয়াঙ্কা গান্ধীর! প্যালেস্টাইনের পর এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে সোনিয়াকন্যা। সেই ব্যাগে লেখা, 'হিন্দু-খ্রিস্টান এক হও'। তাৎপর্যপূর্ণভাবে, গতকালই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। যা নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিল বিজেপি।
গতকাল সোমবার প্রিয়াঙ্কাকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে। যা নজরে কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ। যা প্যালেস্তিনীয় সংহতির প্রতীক। এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।”
এই বিতর্কের মাঝেই আজ মঙ্গলবার ওয়ানাড়ের সাংসদকে দেখা যায় বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সাংসদে ঢুকতে। যা ফের একবার শিরোনামে উঠে এসেছে। বিশেষ ওই ব্যাগে হিন্দিতে লেখা, 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান এক হও।' বলে রাখা ভালো, এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতনে উত্তাল ওপার বাংলা। বিদেশ সচিব বিক্রম মিসরির ঢাকা সফরের পরেও বদলায়নি পরিস্থিতি। প্রায় প্রতিদিনই হিন্দুদের মারধর, মন্দিরে ভাঙচুরের খবর প্রকাশ্যে আসছে। এই নির্যাতন নিয়েই সরব হন প্রিয়াঙ্কা। বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানান তিনি। কংগ্রেস সাংসদের বাংলাদেশ লেখা ব্যাগ দেখে অনুপ্রাণিত হন বিরোধী দলের সাংসদ ও নেতা-কর্মীরাও। এদিন তাঁরাও একই ব্যাগ কাঁধে নিয়ে পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান।
উল্লেখ্য, এর আগেও গাজা যুদ্ধে প্যালেস্তিনীয়দের সমর্থন করা নিয়ে কংগ্রেস নেত্রীকে একহাত নিয়েছিল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য ছিল, প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন। কিন্তু এই মন্তব্যে মাথা ঘামাননি সোনিয়াকন্যা। গত সপ্তাহেই তিনি দেখা করেন দিল্লির প্যালেস্টাইনের দূতাবাসে রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজেরের সঙ্গেও দেখা করেন। এদিন যেন সেই বিতর্কেরই জবাব দিলেন প্রিয়াঙ্কা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 'পৈতেধারী' রাহুলের পদাঙ্ক অনুসরণেই নরম হিন্দুত্বের কৌশলী তাস খেলেছেন সোনিয়াকন্যা।