shono
Advertisement
Punjab

পাঞ্জাবে পরিবহণ কর্মীদের বিক্ষোভ! পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১০

খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 05:02 PM Nov 29, 2025Updated: 07:58 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তিভিত্তক পরিবহণ কর্মীদের বিক্ষোভে আগুন জ্বলছে আপের পাঞ্জাব। পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ। গ্রেপ্তার ১০ বিক্ষোভকারী।

Advertisement

শুক্রবার এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাঙ্গরুরে। চুক্তিভিত্তক পরিবহণ কর্মীদের মিছিল চলছিল চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য দাবি নিয়ে। সেই সময় হঠাৎই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিক্ষোভকারীদের। এসএইচও ইন্সপেক্টর জসবীর সিং বিক্ষোভকারীদের মাঝে আটকে পড়েন। সিং-এর অভিযোগ থেকে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের উপর পেট্রোল ছিটিয়ে দেয়। এরপরেই জসবীরের পোশাকে আগুন ধরে যায়। জানা গিয়েছে সিং-এর সঙ্গে থাকা পুলিশকর্মীরা আগুন নেভায়। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় সাঙ্গরুর থানার পুলিশ দশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারায় খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিক্ষোভস্থলে দাহ্য পদার্থ কীভাবে এল এবং আক্রমণের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হামলার পর, সাঙ্গরুর এবং তার আশেপাশের এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার পুলিশ আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন এবং আহত এসএইচও-র সঙ্গে দেখা করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবহণ কর্মীদের বিক্ষোভে আগুন।
  • পুলিশের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ।
  • গ্রেপ্তার ১০ বিক্ষোভকারী।
Advertisement