shono
Advertisement
Rahul Gandhi

মনমোহনের শোকের মাঝেই নববর্ষ উদযাপনে বিদেশে রাহুল! আক্রমণ বিজেপির

পালটা বিবৃতি কংগ্রেসের।
Published By: Amit Kumar DasPosted: 04:59 PM Dec 30, 2024Updated: 05:54 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে গোটা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সেই আবহে ছুটি কাটাতে ভিয়েতনামে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাহুলকে কড়া সুরে আক্রমণ শানাল বিজেপি। পালটা দিল কংগ্রেসও। সবমিলিয়ে মনমোহন সিংয়ের প্রয়াণের পর কংগ্রেস-বিজেপির তরজা নয়া মাত্রা নিল।

Advertisement

রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে বার্তা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকে ডুবে রয়েছে গোটা দেশ। সেখানে রাহুল গান্ধী নতুন বছর উদযাপন করতে ভিয়েতনামে আনন্দ করছেন।' একইসঙ্গে তিনি লেখেন, 'মনমোহনের মৃত্যু নিয়ে রাহুল গান্ধী রাজনীতি করছেন। গান্ধী পরিবার এবং কংগ্রেস শিখদের ঘৃণা করে। ভুলবেন না ইন্দিরা গান্ধী দরবার সাহিবকে অপবিত্র করেছিলেন।'

মনমোহনের প্রতি কংগ্রেস ও গান্ধী পরিবার যথেষ্ট সম্মান দেখাচ্ছে না বলে আগেই অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফে। শনিবার যমুনা নদীতে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম বিসর্জনে গান্ধী পরিবারের কোনও সদস্য উপস্থিত না হওয়ার ঘটনায় তোপ দেগেছিল বিজেপি। স্পষ্ট ভাষায় অভিযোগ তোলা হয়, শিখদের প্রতি বিদ্বেষের জন্যই গান্ধী পরিবারের কোনও সদস্য উপস্থিত হননি ওই অনুষ্ঠানে। যদিও অভিযোগের পালটা সাফাই দিয়েছিল কংগ্রেস জানায়, 'মনমোহন সিংয়ের পরিবার যাতে একান্তভাবে নিজেদের কাজ করতে পারেন, সেই গোপনীয়তা বজায় রাখতেই কংগ্রেসের কোনও উচ্চপর্যায়ের নেতা-নেত্রী অস্থি বিসর্জনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।'

সেই ঘটনার পর সোমবার রাহুলকে কেন্দ্র করে বিজেপির তোপের মুখে পালটা বিবৃতি দিয়েছে হাত শিবির। কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধী ব্যক্তিগত সফরে বিদেশ গিয়েছেন। তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কারও সমস্যা থাকা উচিত নয়। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বলেন, 'এই সংঘের লোকজন কবে নিজেদের মানসিকতা বদলাবে? নরেন্দ্র মোদি যমুনা তীরে মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টির প্রস্তাব খারিজ করেছেন। যেভাবে তাঁর মন্ত্রীরা মনমোহনজির পরিবারকে আক্রমণ করেছেন তা অত্যন্ত লজ্জার। এরপর রাহুল যদি তাঁর ব্যক্তিগত সফরে কোথাও যান তাতে আপনাদের সমস্যা কোথায়? নতুন বছরে অন্তত নিজেদের মানসিকতা বদলান।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রীয় শোকের মাঝেই ছুটি কাটাতে ভিয়েতনামে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
  • ঘটনা প্রকাশ্যে আসতেই রাহুলকে কড়া সুরে আক্রমণ শানাল বিজেপি।
  • মনমোহন সিংয়ের প্রয়াণের পর কংগ্রেস-বিজেপির তরজা নয়া মাত্রা নিল।
Advertisement