shono
Advertisement

'মোদির তৈরি ৬ বিপর্যয়ের মাশুল দিতে হচ্ছে ভারতকে', তালিকা তৈরি করলেন রাহুল

কোন ছটি বিপর্যয়ের কথা বলতে চাইছেন রাহুল?
Published By: Subhajit MandalPosted: 10:42 AM May 05, 2019Updated: 10:43 AM May 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিল নোটবন্দি এবং তাড়াহুড়ো করে কার্যকর করা জিএসটি। করোনা আবহে 'মোদির তৈরি' বিপর্যয়ের এই তালিকায় আরও ৪ ইস্যু যোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলের অভিযোগ দেশের অর্থনীতির বেহাল দশা, করোনা পরিস্থিতির ভয়াবহতা এবং সীমান্তে চিনা আগ্রাসন, সবটাই মোদির (Narendra Modi) তৈরি। এবং এসব কিছুর জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী।

Advertisement

'মোদি মেড ডিজাস্টার'। ভারতীয় রাজনীতিতে এই শব্দগুলি নতুন কিছু নয়। কংগ্রেস বহুদিন ধরেই নোটবন্দি এবং জিএসটিকে (GST) ভারতীয় অর্থনীতিতে 'মোদি মেড ডিজাস্টার' বলে বর্ণনা করে আসছে। এবার রাহুল গান্ধী এই 'মোদি মেড ডিজাস্টারে'র তালিকাটি অনেকটা দীর্ঘ করলেন। এক টুইটে তিনি বললেন, মোদির তৈরি এই বিপর্যয়গুলির মাশুল আজ দেশকে দিতে হচ্ছে।
১। দেশের সার্বিক উৎপাদন অর্থাৎ জিডিপি ঐতিহাসিকভাবে ২৩.৯ শতাংশ কমে যাওয়া।
২। ৪৫ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার।
৩। ১২ কোটি চাকরি বিলুপ্ত হয়ে যাওয়া।
৪। রাজ্যগুলিকে জিএসটির প্রাপ্য মেটাতে কেন্দ্রের অস্বীকার করা।
৫। বিশ্বের মধ্যে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যার বৃদ্ধি সর্বাধিক হওয়া।
৬। আমাদের সীমান্তে বিদেশি আগ্রাসন।

[আরও পড়ুন: সংসদেও প্রশ্ন করার অধিকার হারাচ্ছে বিরোধীরা! বাদল অধিবেশনে বাদ ‘কোশ্চেন আওয়ার’]

বস্তুত এই মুহূর্তে দেশের অর্থনীতি, চিনা আগ্রাসন এবং করোনা পরিস্থিতি তিনটিতেই ব্যাকফুটে সরকার। শেষ কোয়ার্টারে জিডিপির নিরিখে বড় দেশগুলির মধ্যে একেবারে তলানিতে ভারত। আগস্টের পর থেকে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ভারতে। আবার চিন সীমান্তে দিনরাত অশান্তি লেগেই আছে। অথচ, এসব নিয়ে সরকার 'টু' শব্দ করছে না। আর এই কঠিন পরিস্থিতিতে মোদি সরকারকে আরও খানিকটা চাপে ফেলার চেষ্টা করছেন রাহুল গান্ধী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement